রোহিঙ্গাদের ছড়িয়ে পড়া ঠেকাতে ফেনীর মহাসড়কে চেকপোস্ট বসিয়ে তল্লাশি

ফেনীর মহাসড়কে চেকপোস্ট বসিয়ে তল্লাশি (ছবি: প্রতিনিধি)মিয়ানমারের রাখাইনে নির্যাতনের শিকার হয়ে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের ছড়িয়ে পড়া ঠেকাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী বাইপাস অংশে দুটি চেকপোস্ট বসিয়েছে পুলিশ।

লালপোল ও বিসিক রাস্তার মাথায় পৃথক এই দুই চেকপোস্ট স্থাপন করা হয়েছে। চেকপোস্টে দায়িত্বরত পুলিশ সদস্যরা কক্সবাজার-চট্টগ্রাম থেকে ঢাকা অভিমুখী সব গাড়িতে তল্লাশি অব্যাহত রেখেছেন।

ফেনীর পুলিশ সুপার এসএম জাহাঙ্গীর আলম সরকার বেশ কয়েকবার চেকপোস্ট পরিদর্শন করেছেন এবং নিজেই ঢাকাগামী কয়েকটি যাত্রীবাহী বাস তল্লাশি করেন। জেলা ট্রাফিক ইন্সপেক্টর মীর গোলাম ফারুক বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, রোহিঙ্গারা যাতে দেশের বিভিন্ন জেলায় ছড়িয়ে পড়তে না পারে সেজন্য পুলিশকে সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।

পুলিশ সুপার এসএম জাহাঙ্গীর আলম সরকার জানান, রোহিঙ্গারা যাতে ফেনীর ওপর দিয়ে সারাদেশে ছড়িয়ে পড়তে না পারে সেজন্য এ ক্যাম্প স্থাপন করা হয়েছে। ট্রাফিক পুলিশ, ফেনী মডেল থানা পুলিশ, গোয়েন্দা  পুলিশের সমন্বয়ে প্রতিদিন তিনটি টিম দায়িত্ব পালন করবে। পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত ক্যাম্পের কার্যক্রম অব্যাহত থাকবে।

আরও পড়ুন- অর্থের লোভে ডুবিয়ে দেওয়া হয় রোহিঙ্গা বোঝাই নৌকা!