সরকার রোহিঙ্গা নারী ও শিশুদের মানসিক স্বাস্থ্য উন্নয়নে কাজ করছে: চুমকি

মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি কক্সবাজারের উখিয়া ও কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন

মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেছেন, মানবিক সহায়তার পাশপাশি রোহিঙ্গা নারী ও শিশুদের মানসিক স্বাস্থ্য উন্নয়নে কাজ করছে সরকার। ফলে হতাশাগ্রস্থ এসব মানুষ আবারও আশায় বুক বাধছে। বৃহস্পতিবার দুপুরে কক্সবাজারের উখিয়া ও কুতুপালংয়ে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি শিবিরে মহিলা ও শিশু মন্ত্রণালয়ের অধীনে চলমান রিজিওনাল ট্রমা কাউন্সেলিং সেন্টার ও ওয়ান স্টপ ক্রাইসিস সেল (ওসিস) পরিদর্শন করেন। এসময় মন্ত্রী রোহিঙ্গা নারীদের মাঝে প্রয়োজনীয় উপকরণ বিতরণ করেন।

পরে মন্ত্রী ইউনিসেফের শিশু বান্ধব কেন্দ্র পরিদর্শন করেন এবং শিশুদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন। পরে তিনি বালুখালীতে এফপিএবির স্বাস্থ্য সেবা কেন্দ্র পরিদর্শন করেন। এসময় মহিলা ও শিশু মন্ত্রণালয়ের সচিব নাছিমা বেগম, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান অ্যাডভোকেট মমতাজ বেগম, আর্ন্তজাতিক বিভিন্ন সংস্থার প্রতিনিধিসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

 আরও পড়তে পারেন: জয়পুরহাটে ছোট যমুনা নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু