শেখ হাসিনার সরকার নির্বাচনে হস্তক্ষেপ করবে না: নৌমন্ত্রী

সাউথ কনটেইনার ইয়ার্ড উদ্বোধন করছেন নৌমন্ত্রী

নির্বাচন কমিশন স্বাধীনভাবে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন  পরিচালনা করবে এই মন্তব্য করে নৌমন্ত্রী শাজাহান খান বলেছেন, ‘এতে শেখ হাসিনার সরকারের কোনও ধরনের হস্তক্ষেপ থাকবে না। রবিবার (১৯ নভেম্বর) সকালে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সাউথ কনটেইনার ইয়ার্ড উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বন্দরের প্রায় ১০ একর জায়গা জুড়ে ও ৪৩ কোটি টাকা ব্যয়ে সাউথ কনটেইনার ইয়ার্ডটি নির্মাণ করা হয়েছে। যাতে ৩৩৫০টি কন্টেইনার রাখা সম্ভব হবে।

মন্ত্রী বলেন,‘আসন্ন জাতীয় সংসদ নির্বাচন বর্তমান সরকারের অধীনেই হবে। নির্বাচন কমিশন সম্পূর্ণ চাপমুক্ত ও নিরপেক্ষভাবে নির্বাচন পরিচালনা করবেন। নির্বাচনে বর্তমান সরকার কোনও ধরণের হস্তক্ষেপ থাকবে না।

সম্প্রতি বন্দরে লস্কর নিয়োগে দুনীতি সর্ম্পকে মন্ত্রী বলেন, ‘লস্কর নিয়োগে কোনও নির্দিষ্ট জেলাকে প্রাধান্য দেওয়া হয়নি। সকল আইন মেনে নিয়োগ দেওয়া হয়েছে।’

বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম খালেদ ইকবালের সভাপতিত্বে অনুষ্ঠানে সংসদ সদস্য এমএ লতিফ, কাস্টমস কমিশনার ড. একেএম নুরুজ্জামানসহ আরও  অনেকে বক্তব্য রাখেন।

উল্লেখ্য, সম্প্রতি বন্দরে লস্কর পদে ৯২ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। অভিযোগ উঠেছে ওই নিয়োগ পত্রে মন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য এম এ লতিফ অনিয়ম করেছেন। লস্কর নিয়োগে অনিয়মের অভিযোগ তুলে নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল আজিম রনি, সাংগঠনিক সম্পাদক আমির হামজাসহ চট্টগ্রামের অনেকে ফেসবুকে স্টাটাস দিয়েছেন।

আরও পড়ুন: বিচ্ছেদ ঠেকাতে রাবি ছাত্রীকে অপহরণ, স্বামীসহ গ্রেফতার ৩