পিইসি পরীক্ষার হলে ছাত্রীকে যৌন হয়রানি, শিক্ষকের সাজা

নোয়াখালীনোয়াখালীর সেনবাগ উপজেলায় প্রাথমিক সমাপনী পরীক্ষার (পিইসি) হলে এক শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগে এক শিক্ষককে সাজা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্ত শিক্ষক মো. ইব্রাহিম (২৯) সেনবাগ উপজেলার ৪ নং কাদরা ইউনিয়নের চাঁদপুর খলিফাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক।

মঙ্গলবার (২১ নভেম্বর) বিকালে উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন আলম ওই শিক্ষককে এক বছরের কারাদণ্ডাদেশ দেন। শারমিন আলম জানান, মো. ইব্রাহিম প্রাথমিক সমাপনী পরীক্ষা চলাকালে সেনবাগের গাজীরহাট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এক শিক্ষার্থীর শরীরের বিভিন্ন স্থানে হাত দিয়ে যৌন হয়রানি করে। ওই ছাত্রী বিষয়টি সঙ্গে সঙ্গে কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অবহিত করে। পরে কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা বিষয়টি সেনবাগ উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান।

খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার দ্রুত পুলিশ দিয়ে ওই শিক্ষককে তার কার্যালয়ে ডেকে পাঠান। এরপর উপস্থিত সাক্ষ্য-প্রমাণে অভিযোগ প্রমাণিত হওয়ায় মো. ইব্রাহিমকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। পরে তাকে সেনবাগ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। সেনবাগ থানা পুলিশ ওই শিক্ষককে জেলা কারাগারে পাঠিয়ে দেয়।