ঝর্ণা খীসা হত্যাচেষ্টা মামলায় জনসংহতির সাত নেতাকর্মী রিমান্ডে

রাঙামাটিরাঙামাটি জেলা মহিলা আওয়ামী লীগের সহ সভাপতি ঝর্ণা খীসাকে হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার জনসংহতি সমিতির সাত নেতাকর্মীর একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার (১২ ডিসেম্বর) রাঙামাটির সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাজী মো. মোহসেনের আদালতে তাদের হাজির করা হলে বিচারক এই আদেশ দেন।

একই সময় জুরাছড়িতে আওয়ামী লীগ নেতা অরবিন্দ চাকমা হত্যাকাণ্ডের ঘটনায় ও বিলাইছড়িতে আরেক আওয়ামী লীগ রাসেল মারমাকে হত্যাচেষ্টার ঘটনায় গ্রেফতারদের আগামী ১৭ ও ১৮ ডিসেম্বর রিমান্ড শুনানির দিন ধার্য করেন আদালত।

কোর্ট ইন্সপেক্টর মো. ইসরাফিল মজুমদার বিষয়টি নিশ্চিত করেছেন।

রিমান্ড মঞ্জুরকৃতরা হলেন রিটন চাকমা, বাবু চাকমা, মঙ্গলমনি চাকমা, সাধন চাকমা, রিকন চাকমা, ফালনজিৎ চাকমা এবং রূপম চাকমা।

গত ৬ ডিসেম্বর রাতে রাঙামাটি শহরের ভালেদী আদাম এলাকায় নিজ বাসায় কুপিয়ে মারাত্মক জখম করা হয় ঝর্ণা খীসাকে। তিনি বর্তমানে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এই ঘটনার পর ৮ ডিসেম্বর রাঙামাটি শহরের বিভিন্ন এলাকা থেকে অভিযুক্ত ওইসব আসামিকে গ্রেফতার করে কোতোয়ালি থানা পুলিশ।