ফেনীতে ছাত্রলীগ-শিবির সংঘর্ষে পৌর কাউন্সিলরসহ আহত ৯

ফেনী

ফেনীতে জামায়াত নিয়ন্ত্রিত আল জামেয়াতুল ফালাহিয়া কামিল মাদ্রাসায় ছাত্রলীগ-শিবির সংঘর্ষে পৌর কাউন্সিলরসহ ৯ জন আহত হয়েছে। বুধবার দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ তিন শিবিরকর্মীকে আটক করেছে। ফেনী মডেল থানার ওসি রাশেদ খান চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ফেনী পৌরসভার ১০নং ওয়ার্ড কাউন্সিলর মাহতাবউদ্দিন মুন্না ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, বুধবার দুপুরে আল জামেয়াতুল ফালাহিয়া কামিল মাদ্রাসায় ছাত্রলীগের সম্মেলন শেষ করে যাওয়ার পথে শিবির কর্মীরা অতর্কিতে ইটের পাটকেল ছুড়তে শুরু করে। এতে ছাত্রলীগ ও শিবির কর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়াসহ হামলার ঘটনা ঘটে। এতে পৌর ছাত্রলীগের সভাপতি ইয়াছিন আরাফাত রাজু ও সাধারণ সম্পাদক সাহেদ আকবর অভি, ছাত্রলীগ কর্মী ও কমিশনার  মেহেদীসহ সাত জন এবং ছাত্র শিবিরের দুই কর্মী আহত হন। খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠি চার্জ করে।

ফেনী মডেল থানার ওসি রাশেদ খান চৌধুরী বলেন, ‘এই ঘটনায় শিবিরে তিন কর্মীকে গ্রেফতার করা হয়েছে।’

ফালাহিয়া কামিল মাদ্রাসায় ছাত্রলীগের প্রথমবারের মতো সম্মেলনকে কেন্দ্র করে দুপুর থেকেই মাদ্রাসা এলাকায় আতঙ্ক বিরাজ করছিল বলে একাধিক ব্যক্তি জানায়।

আরও পড়ুন: শ্রীপুরে স্কুল ছাত্রীকে ধর্ষণ, তরুণ গ্রেফতার