নাসিরনগরে ছায়েদুল হকের দ্বিতীয় জানাজা সম্পন্ন, তৃতীয় জানাজার পর দাফন

নাসিরনগরে ছায়েদুল হকের জানাজায় লাখো মানুষ
মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ ছায়েদুল হকের দ্বিতীয় জানাজা সম্পন্ন হয়েছে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে।  রবিবার (১৭ ডিসেম্বর) সকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রথম জানাজার পর তার মরদেহ হেলিকপ্টারে করে নাসিরনগরে নিয়ে যাওয়া হয়। দুপুর ১২টা ৫০ মিনিটে নাসিরনগর আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয়ে জানাজা অনুষ্ঠিত হয়। মন্ত্রীর নিজ গ্রাম পূর্বভাগ গ্রামে তৃতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। 

পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জানাজায় অংশ নেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম, ব্রাহ্মণবাড়িয়া সদর-৩ আসনের সংসদ সদস্য র আ ম উবায়দুল মুক্তাদির চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট জিয়াউল হক মৃধা, সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ক্যাপ্টেন এ বি তাজুল ইসলাম, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ এ কে একরামুজ্জামানসহ লাখো মানুষ। জানাজার আগে দুপুর ১২টা ১৫ মিনিটে তার মরদেহ নাসিরনগর কলেজ মোড়ে হ্যালিপেড মাঠে এসে পৌঁছায়।নাসিরনগরে ছায়েদুল হকের জানাজায় লাখো মানুষ

প্রসঙ্গত, গত শনিবার (১৬ ডিসেম্বর) সকাল ৮টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে মারা যান। শারীরিক অসুস্থতার কারণে প্রাণিসম্পদমন্ত্রী সেখানে তিন মাস ধরে চিকিৎসাধীন ছিলেন।

বীর মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগ নেতা ছায়েদুল হক ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসন থেকে মোট পাঁচ বার এমপি নির্বাচিত হয়েছিলেন। তিনি ২০১৪ সালের ১২ জানুয়ারি মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী হিসেবে নিয়োগ পেয়ে মৃত্যুর আগ পর্যন্ত এই পদে ছিলেন।

আরও পড়ুন- ছায়েদুল হকের জানাজা সম্পন্ন