নাফ নদীতে আটকা পড়া পর্যটকদের উদ্ধার

কক্সবাজারনাফ নদীতে আটকা পড়া বিকল জাহাজ থেকে পর্যটকদের উদ্ধার করা হয়েছে। রাত সাড়ে ৯টার পর এলসিটি কুতুবদিয়া নামের একটি জাহাজ গিয়ে পর্যটকদের উদ্ধার করে টেকনাফ জেটিঘাটে নিয়ে আসে।টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহিদ হোসেন সিদ্দিকী এ তথ্য নিশ্চিত করেছেন।

টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে চলাচলকারী এলসিটি কাজল নামের একটি জাহাজ তিন শতাধিক পর্যটক নিয়ে নাফ নদীতে আটকা পড়ে। ইঞ্জিন বিকল হয়ে যাওয়ায় সোমবার সন্ধ্যা ৬টার দিকে জাহাজটি আটকা পড়ে। বিকালে সেন্টমার্টিন থেকে টেকনাফ ফেরার সময় টেকনাফ পৌরসভার জালিয়াপাড়ায় নাফ নদীতে এ ঘটনা ঘটে। 

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহিদ হোসেন সিদ্দিকী জানান, সেন্টমার্টিন থেকে পর্যটক নিয়ে ফেরার সময় জাহাজটির ইঞ্জিন বিকল হয়ে যায়। সেখানে কোস্ট গার্ড মোতায়েন করা হয়। পরে আটকাপড়া পর্যটকদের উদ্ধারে সহকারী কমিশনার (ভূমি) প্রণয় চাকমার নেতৃত্বে এলসিটি কুতুবদিয়া নামের জাহাজটি পাঠানো হয়।



আরও পড়ুন: 

রোহিঙ্গা ক্যাম্পে রেড ক্রিসেন্ট ফিল্ড হাসপাতালের প্রধানকে দেশ ত্যাগের নির্দেশ