চট্টগ্রামে প্রণব মুখার্জি

প্রণব মুখোপাধ্যায়ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি চট্টগ্রামে পৌঁছেছেন। মঙ্গলবার বেলা সোয়া ১১টার দিকে তাকে বহনকারী বিমানটি চট্টগ্রামে পৌঁছায়। সেখান থেকে তিনি যাবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি)। বেলা ১২টা নাগাদ তিনি চবি ক্যাম্পাসের শহীদ আব্দুর রব হলের মাঠে এসে পৌঁছাবেন বলে আশা করা হচ্ছে। চবিতে আয়োজিত বিশেষ সমাবর্তন অনুষ্ঠানে তাকে সম্মানসূচক ডি-লিট ডিগ্রি দেওয়া হবে। 

চবি’র সহকারী প্রক্টর জানিয়েছেন, সামগ্রিক অবদানের জন্য বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে প্রণব মুখার্জিকে সম্মানসূচক ডি লিট ডিগ্রি দেওয়া হচ্ছে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, অনুষ্ঠানের পর মধ্যাহ্ন ভোজ সেরে ব্রিটিশবিরোধী আন্দোলনের অগ্রনায়ক মাস্টার দা সূর্য সেনের জন্মস্থান রাউজানে যাবেন। সেখান থেকে যাবেন নগরীর র‌্যাডিসন ব্লু হোটেলে। রাতে এ হোটেলে ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

আগামীকাল বুধবার নগরীর দামপাড়া পুলিশ লাইন্সে অবস্থিত চট্টগ্রাম যুব বিদ্রোহের স্মৃতি বিজড়িত অস্ত্রাগার এবং ইউরোপিয়ান ক্লাব পরিদর্শনের কথা রয়েছে তার।