রোহিঙ্গা ক্যাম্পে বন্য হাতির আক্রমণে নিহত ১

রোহিঙ্গা সংকটকক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে বন্য হাতির আক্রমণে ইয়াকুব আলী (৪৫) নামের এক রোহিঙ্গা নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও ৪-৫ জন রোহিঙ্গা। শুক্রবার (১৯ জানুয়ারি) ভোর রাতে কক্সবাজারের উখিয়ার কুতুপালং মধুরছড়া রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে। উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের এ খবর নিশ্চিত করেছেন।

আহতদের স্থানীয় চিকিৎসাকেন্দ্রে প্রাথমিক চিকিৎসাসেবা দেওয়া হয়েছে।

ওসি জানান, শুক্রবার ভোরে একটি বন্য হাতিরদল রোহিঙ্গা ক্যাম্পে আক্রমণ করে। এসময় ইয়াকুব আলী নামের এক রোহিঙ্গাকে পায়ে পিষ্ট করলে ঘটনাস্থলে তিনি মারা যান। এসময় রোহিঙ্গাদের ১০-১৫টি কুড়ে ঘর ভাঙা পড়ে। ছোটাছুটি করতে গিয়ে আহত হন ৪-৫ জন রোহিঙ্গা। স্থানীয়দের সহায়তায় লাশ উদ্ধার করে রোহিঙ্গা ক্যাম্পের কবরস্থানে দাফন করা হয়েছে।

এর আগে গত ১৪ অক্টোবর উখিয়ায় বালুখালীর রোহিঙ্গা ক্যাম্পে বন্য হাতির আক্রমণে চার রোহিঙ্গা নিহত হন। এর বাইরে সাম্প্রতিক সময় ওই এলাকায় বন্য হাতির আক্রমণে প্রায় ১২ জন নিহত হয়েছে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।