ইয়াবাসহ বরিশাল কলোনি থেকে মাদক ব্যবসায়ী গ্রেফতার

গ্রেফতার

চট্টগ্রাম নগরীতে মাদকের আখড়া বলে খ্যাত বরিশাল কলোনিতে অভিযান চালিয়ে আবুল হোসেন (৪৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এসময় ২৩০০ পিস ইয়াবা ও ৫০০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। শনিবার (২০ জানুয়ারি) দুপুর ২টার দিকে অভিযান চালিয়ে এসব উদ্ধার করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপ পরিচালক (চট্টগ্রাম মেট্রো) শামীম আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গ্রেফতার আবুলের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। আবুল স্থানীয় বরিশাল কলোনির আবুল বারেকের ছেলে। সে নগরীর তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী ইউসুফের সহযোগী হিসেবে পরিচিত।

তিনি বাংলা ট্রিবিউনকে আরও বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবাসহ আবুলকে গ্রেফতার করা হয়। পরে তার দেওয়া তথ্যে ভিত্তিতে মাটি খুঁড়ে ৫০০ বোতল ফেনসিডেল ও একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। তার নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পাঁচলাইশ সার্কেলের পরিদর্শক তপন কান্তি শর্মা বাদী হয়ে সদরঘাট থানায় মামলাটি দায়ের করেন।

আরও পড়ুন: বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ভাই নিহত বোন আহত