রাঙামাটিতে ছাত্রলীগের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল চলছে

রাঙামাটিতে সকাল-সন্ধ্যা হরতাল চলছে

রাঙামাটিতে জেলা ছাত্রলীগের ডাকে মঙ্গলবার সকাল থেকে হরতাল পালিত হচ্ছে। জেলা ছাত্রলীগের সহ-সম্পাদক সুপায়ন চাকমাকে মারধরের  প্রতিবাদে ও পার্বত্য চট্টগ্রামের আঞ্চলিক দলগুলোর অব্যাহত সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধের দাবিতে এ হরতালের ডাক দেওয়া হয়। হরতালের কারণে রাঙামাটিতে বেড়াতে আসা পর্যটকরা আটকে পড়ছেন ।

সকাল থেকেই হরতালের সমর্থনে রাঙামাটি শহরের বিভিন্ন পয়েন্টে পিকেটিং করছে ছাত্রলীগ নেতাকর্মীরা। সরেজমিন শহরের তবলছড়ি, বনরূপা, রিজার্ভবাজার, কলেজগেট ও ভেদভেদীসহ বিভিন্ন পয়েন্টে ছাত্রলীগ নেতাকর্মীদের পিকেটিং করতে দেখা গেছে।

তবে এসএসসি পরীক্ষার্থীদের হরতালের আওতামুক্ত রাখা হয়েছে। তারা যাতে নির্বিঘ্নে পরীক্ষা কেন্দ্রে যাওয়া-আসা করতে পারে তার জন্য ছাত্রলীগ কর্মীরা তাদের সহযোগিতা করবেন।

জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রকাশ চাকমা বলেন, ‘যারা আমাদের জেলা ছাত্রলীগের সহ-সম্পাদক সুপায়ন চাকমাকে হত্যার উদ্দেশ্যে হামলা চালিয়েছে তাদের দ্রুত গ্রেফতার করে শান্তির দাবিতে আমরা এই শান্তিপূর্ণ হরতাল করছি। এসএসসি পরীক্ষার্থীদের জন্য সকাল থেকে হরতাল কিছুটা শিথিল। এছাড়াও সরকারিসহ জরুরি কাজের জন্য আমরা গাড়ি ছেড়ে দিচ্ছি।

যশোর থেকে ঘুরতে আশা সানজিদা জানান, ‘রাঙামাটি বেড়াতে এসে হঠাৎ হরতালের কারণে আটকে আছি। আজ  আমাদের বান্দরবান যাওয়ার কথা, কিন্তু যেতে পারছি না।’

রাঙামাটি কোতয়ালি থানার পুলিশ পরিদর্শক (এসআই) মীর মোহাম্মদ বলেন, ‘শহরে এখন পর্যন্ত কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি। গুরুত্বপূর্ণ মোড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’

প্রসঙ্গত, সোমবার সন্ধ্যায় রাঙামাটি স্টেডিয়ামে খেলা শেষে বাড়ি ফেরার পথে জেলা ছাত্রলীগের সহ-সম্পাদক সুপায়ন চাকমাকে পিসিপি কর্মীরা ব্যাপক মারধর করে বলে অভিযোগ করেছে ছাত্রলীগ। এর প্রতিবাদে তাৎক্ষণিক রাঙামাটি শহরে অবরোধ সৃষ্টি করে পুরো শহর অচল করে দিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে ছাত্রলীগ কর্মীরা। এ সময় রাস্তায় টায়ারও জ্বালায় তারা। পরে পুলিশ এসে টিয়ারশেল ও ফাঁকা গুলি ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে হামলার প্রতিবাদে মঙ্গলবার রাঙামাটিতে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেন জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল জব্বার সুজন। ছাত্রলীগের কর্মসূচিকে সমর্থন করে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মুছা মাতব্বরও। 

আরও পড়ুন: ঝিনাইদহে বিএনপি-জামায়াত নেতাকর্মীসহ ৫১ জন গ্রেফতার