ব্রাহ্মণবাড়িয়ায় দু’পক্ষের সংঘর্ষ, আহত ১০

ব্রাহ্মণবাড়িয়ায় দু’পক্ষের সংঘর্ষতুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুহিলপুর পাঠানপাড়ায় দু’পক্ষের সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন। রবিবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।

সংঘর্ষে আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। খবর পেয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার বিকালে পাঠানপাড়া গ্রামের একটি কৃষি জমিতে পানি দেওয়াকে কেন্দ্র করে খন্দকার বাড়ির রাসেল খন্দকারের সঙ্গে একই এলাকার শেখবাড়ির রাসেল শেখের কথা কাটাকাটি হয়। রাসেল খন্দকার একপর্যায়ে রাসেল শেখকে মারধর করেন। এ ঘটনার জেরে আজ সকালে উভয়পক্ষের কয়েকশ দাঙ্গাবাজ দুই ভাগে বিভক্ত হয়ে পাঠানপাড়ায় দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পরে। উভয়পক্ষের ইটপাটকেলে অন্তত ১০ জন আহত হন। পরে তাদেরকে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

তুচ্ছ ঘটনা নিয়ে সংঘর্ষব্রাহ্মণবাড়িয়া সুহিলপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের মেম্বার জয়নাল আবেদীন জানান, দুই পক্ষের মারামারির বিষয়টি আজ দুপুরে মিমাংসার কথা ছিল। কিন্তু তার আগেই তারা দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার উপ-পরিদর্শক আজাদুর রহমান ভুঁইয়া জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। পরবর্তী সংঘর্ষের আশঙ্কায় এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।