চকরিয়ায় কাভার্ডভ্যান চাপায় দুই পথচারী নিহত

ভ্যানকক্সবাজারের চকরিয়ায় কাভার্ডভ্যান চাপায় মেহেরুননেছা (৬০) নামে এক নারীসহ দুই পথচারী নিহত হয়েছেন। শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া উপজেলার বানিয়ারছড়া স্টেশনস্থ নীলগিরি নামে একটি হোটেলের সামনে এ ঘটনা ঘটে।

নিহত মেহেরুননেছা লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের ফকিরহাট এলাকার মৃত মাওলানা আবদুশ শুক্কুরের স্ত্রী। তবে নিহত অপরজনের পরিচয় শুক্রবার রাত সাড়ে ৯টা পর্যন্ত নিশ্চিত করতে পারেনি চিরিঙ্গা হাইওয়ে পুলিশের আইসি নুরে আলম পলাশ। ধারণা করা হচ্ছে, চালক নিয়ন্ত্রণ হারানোর কারণে সড়কের উল্টো পাশে এসে দাঁড়ানোর মানুষের ওপর গাড়িটি তুলে দেয়।

প্রত্যক্ষদর্শী ও স্বজনরা জানান, মেহেরুননেছা তিনদিন আগে লোহাগাড়া থেকে নাতনির বিয়ে উপলক্ষে চকরিয়া উপজেলার বরইতলীতে মেয়ের বাড়িতে বেড়াতে আসেন।শুক্রবার বিকালে নাতনির বিয়ে শেষ হলে তিনি সন্ধ্যার আগে বাড়ি চলে যেতে বানিয়ারছড়া স্টেশনে পৌঁছে গাড়িতে ওঠার জন্য অপেক্ষা করছিলেন। ওইসময় কাভার্ডভ্যানটি এসে তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে প্রাণ হারায় মেহেরুননেছাসহ অপর পথচারী।

চকরিয়া চিরিঙ্গা হাইওয়ে পুলিশের আইসি (ইনর্চাজ) মো. নুরে আলম পলাশ বলেন, ‘ আমরা ঘটনাস্থলে উপস্থিত স্বজনদের মাধ্যমে নিহত নারীর পরিচয় নিশ্চিত করতে পেরেছি। তবে নিহত অপরজনের পরিচয় এখনও শনাক্ত করা যায়নি। ঘটনাস্থল থেকে কাভার্ডভ্যানটি আটক করা করা হলেও চালক পালিয়ে গেছে।’