কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকসেবায় স্বাস্থ্য ক্যাম্প

কক্সবাজার সমুদ্র সৈকতে আগত দেশি-বিদেশি পর্যটকদের স্বাস্থ্যসেবা দিতে সপ্তাহব্যাপী চিকিৎসা সেবার আয়োজন করেছে জেলা স্বাস্থ্য বিভাগ। বুধবার (২১ মার্চ) সকালে স্বাস্থ্যসেবা সপ্তাহ উপলক্ষে সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্ট চিকিৎসা ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্বাস্থ্য অধিদফতরের মহা পরিচালক আবুল কালাম আজাদ।

সমুদ্র সৈকতে পর্যটকসেবায় স্বাস্থ্য ক্যাম্পস্বাস্থ্য বিভাগের ডিজি আবুল কালাম আজাদ বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে দেশের প্রতিটি মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে স্বাস্থ্য অধিদফতর সব সময় কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় দেশের বিভিন্ন এলাকার পাশাপাশি সমুদ্র সৈকতে স্বাস্থ্য ক্যাম্প উদ্বোধন করা হলো। এতে করে কক্সবাজার সমুদ্র সৈকতে ভ্রমণে আসা পর্যটকরা প্রাথমিকভাবে স্বাস্থ্যসেবা নিতে পারবেন।’

কক্সবাজার জেলা সিভিল সার্জন ডা. আব্দুস সালামের সভাপতিত্বে এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন স্বাস্থ্য বিভাগের জাতীয় পরামর্শক বেনজির আহমদ, কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. জিল্লুর রহমান ও ডা. মহিউদ্দিন মোহাম্মদ আলমগীরসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা।

এখানে স্বাস্থ্য অধিদফতরের নন কমিউনিকেবল ডিজিজ কন্ট্রোল প্রোগ্রামের আওতায় বিনামূল্যে ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ পরীক্ষা দেওয়া হচ্ছে। সকাল থেকে বিকাল পর্যন্ত স্বাস্থ্য ক্যাম্পে আগামী সপ্তাহব্যাপী এই কার্যক্রম চলবে।