কুমিল্লায় ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত সর্দার নিহত

বন্দুকযুদ্ধকুমিল্লা বুড়িচংয়ের কংশনগরে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে হালিম নামে এক ডাকাত সর্দার নিহত হয়েছে। এ ঘটনায় গ্রেফতার হয়েছে দুই ডাকাত। এ সময় ডাকাতদের সঙ্গে সংঘর্ষে কুমিল্লা ডিবি পুলিশের ওসিসহ তিনজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৯ এপ্রিল) ভোরে এ ঘটনা ঘটে।
কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল-মামুন জানান, কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের বুড়িচংয়ের কংশনগর বাজারের কাছে একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন খবর পেয়ে ডিবি পুলিশের ওসি নাসির উদ্দিন মৃধার নেতৃত্বে একটি দল ঘটনাস্থলে যায়। এ সময় ডাকাতদল টের পেয়ে পুলিশের প্রতি ইটপাটকেল ও গুলি ছোড়ে। পুলিশও আত্মরক্ষার্থে ৩৭ রাউন্ড শটগানের গুলি ছোড়ে । এতে বুড়িচংয়ের বাজেবাহেরচর গ্রামের আবদুল হালিম গুলিবিদ্ধ হয়। তাকে আহত অবস্থায় কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। একই ঘটনায় ডাকাত দলের দুই সদস্য জাকির হোসেন ও লিমন সরকারকে গ্রেফতার করা হয়।
তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে পুলিশ একটি পিস্তল, এক রাউন্ড গুলি ও দেশীয় অস্ত্র উদ্ধার করেছে। হালিমের নামে কুমিল্লার বিভিন্ন থানায় সড়ক ডাকাতি, বোমা বিস্ফোরণ, বাড়ি ডাকাতিসহ ১৪টি মামলা রয়েছে। গ্রেফতার দুই ডাকাত জাকির হোসেন দেবিদ্বার উপজেলার এবং লিমন সরকার একই উপজেলার ধামতি গ্রামের বাসিন্দা।
সংঘর্ষকালে ডিবি পুলিশের ওসি নাসির উদ্দিন মৃধা, কনস্টেবল আবদুল্লাহ ও সাইফুল আহত হন। নিহত হালিমের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে বুড়িচং থানায় মামলা হয়েছে বলে তিনি জানান।