ব্রাহ্মণবাড়িয়ায় ব্যবসায়ী জুনায়েদ হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন

ব্রাহ্মণবাড়িয়াব্রাহ্মণবাড়িয়ায় চাঞ্চল্যকর ব্যবসায়ী মো. জুনায়েদ মিয়া হত্যা মামলায় চারজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার বিকালে অতিরিক্ত ও দায়রা জজ মোহাম্মদ মোয়াজ্জেম হোসেনের আদালত এ রায় দেন।

আদালতের পুলিশ পরিদর্শক মো. মাহাবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা হলো কান্দিপাড়ার পাঠান মিয়ার ছেলে মো. আকরাম মিয়া, দুলাল মিয়ার ছেলে রাজীব মিয়া, ইয়াছিন মিয়ার ছেলে রিফাত মিয়া ও কাজীপাড়ার শানু মিয়ার ছেলে ইমতিয়াজ।

এছাড়া রায়ে কান্দিপাড়ার ওলফত আলীর ছেলে মো. মজনুকে পাঁচ বছর ও কালাম মিয়ার ছেলে মাকসুদুর রহমান রবিনকে তিন বছর সাজা দেওয়া হয়। মামলার অপর তিন আসামিকে বেকসুর খালাস ও দুই আসামি মৃত্যুবরণ করায় অব্যাহতি দেওয়া হয়।

আরও পড়ুন: খাগড়াছড়িতে ১৫ জেএমবি’র যাবজ্জীবন সাজা, একজন খালাস

খোঁজ নিয়ে জানা গেছে, ২০১০ সালের ৪ আগস্ট রাতে ব্যবসায়ী জুনায়েদকে কান্দিপাড়ার বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা করা হয়। দাড়িয়াপুর এলাকার একটি জলাশয় থেকে তার লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় জুনায়েদের ভাই মাসুদ মিয়া বাদী হয়ে মামলা দায়ের করেন।

আরও পড়ুন: পিরোজপুরে গৃহবধূ হত্যার দায়ে দুই জনের যাবজ্জীবন