চবির কম্পিউটার সায়েন্স বিভাগে চুরি

 

তালা কাটা অবস্থায় সায়েন্স বিভাগের দরজাচট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) কম্পিউটার সায়েন্স বিভাগে চুরির ঘটনা ঘটেছে। বুধবার (১৬ মে) সকালে বিভাগের কর্মচারীরা অফিসে এসে তিনটি রুমের তালা কাটা অবস্থায় দেখতে পান। পরে ফ্যাকাল্টির বাহিরে পাহাড়ের ওপর  পরিত্যাক্ত অবস্থায় এক ব্যান্ডেল খাতা পাওয়া যায়। কম্পিউটার সায়েন্স বিভাগের সভাপতি অধ্যাপক ড. অছিয়র রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বাংলাট্রিবিউনকে বলেন, ‘অফিস রুম, সভাপতির রুম এবং স্টোর রুমের তিনটি তালা কাটা অবস্থায় অফিসের কর্মচারীরা দেখতে পান। প্রাথমিকভাবে ধারণা করছি পরীক্ষা সংক্রান্ত জিনিসপত্র চুরি করা হয়েছে।’

ভবনের বাইরে পড়ে থাকা কাগজপত্রবিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, সকালে বিভাগের কর্মচারীরা এসে তিনটি রুমের তালা কাটা অবস্থায় দেখতে পায়। পরে ফ্যাকাল্টির পাশে জঙ্গলে পরিত্যাক্ত অবস্থায় তৃতীয় সেমিস্টারের খাতা পাওয়া যায়। যা গতকাল মঙ্গলবার (১৫ মে) অনুষ্ঠিত হয়েছে বলে জানান বিভাগ সংশ্লিষ্টরা। তাছাড়া ফ্যাকাল্টির ছাদের উপর বেশ কিছু খাতা আগুনে পুড়তে দেখা যায়।

বিভাগের সংশ্লিষ্টদের দাবি, মূলত বিভাগের পরীক্ষা সংক্রান্ত জিনিস বিশেষ করে পরীক্ষার খাতা, প্রশ্নপত্র চুরির উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এ কর্মকাণ্ড  ঘটানো হয়েছে।

ভবনের বাইরে পুড়িয়ে ফেলা কাগজপত্রবিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এ কে এম নুর আহমদ বাংলাট্রিবিউনকে বলেন, আমরা বিষয়টি শোনার পর সঙ্গে সঙ্গে সেখানে যাই। বিষয়টি নিয়ে বিভাগের সভাপতি এবং ডিন এর সঙ্গে কথা বলেছি। তবে কী পরিমাণ জিনিস চুরি হয়েছে তা এখনও বের করা সম্ভব হয়নি।