চট্টগ্রামে পাহাড়ে ঝুঁকিপূর্ণ বসতি উচ্ছেদ চলছে

পাহাড়ে ঝুঁকিপূর্ণ বসবাস, ফাইল ছবিচট্টগ্রামের বায়েজিদ থানাধীন আকবর শাহ এলাকায় পাহাড়ে পাহাড়ে ঝুঁকিপূর্ণ বসতি উচ্ছেদ অভিযান চালাচ্ছে জেলা প্রশাসন। রবিবার (২০ মে) সকাল সাড়ে ১০টার দিকে জেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) শেখ জোবায়ের আহমেদের নেতৃত্ব অভিযান শুরু হয়।

জোবায়ের আহমেদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সকাল সাড়ে ১০টায় আমরা উচ্ছেদ অভিযান শুরু করেছি। পাহাড়ে তৈরি করা ঝুঁকিপূর্ণ ঘরগুলো আমরা পুরোপুরি ভেঙে দিচ্ছি। এর আগে বিদ্যুৎ, গ্যাস, পানির সব লাইন কেটে দেওয়া হয়েছে।’
তিনি আরও বলেন, ‘আকবর শাহর রেলওয়ে কলোনি এলাকায় ৮-১০টি পাহাড়ে এক থেকে দেড়শ ঝুঁকিপূর্ণ ঘর আছে। আমরা সব ঘর আজকের অভিযানে উচ্ছেদ করার চেষ্টা করবো।’

/এসটি