কুমিল্লায় প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ: ধর্ষণকারী গ্রেফতার

ধর্ষণের অভিযোগে আটক মো. আসিফকুমিল্লার হোমনায় এক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে মো. আসিফ (১৯) নামে এক তরুণকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৯ মে) কুমিল্লার বরুড়া উপজেলার রামমোহন বাজার থেকে ধর্ষণকারীকে গ্রেফতার করে র‌্যাব-১১ কুমিল্লা। রবিবার র‌্যাব-১১, সিপিসি-২ কুমিল্লার অধিনায়ক মেজর মো. আতাউর রহমান এক প্রেস ব্রিফিংয়ে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছে।

র‌্যাব-১১ জানায়, গত ২৮ এপ্রিল কুমিল্লার হোমনা উপজেলার নিলখী ইউনিয়নের মিরাশ গ্রামের মো. আলম মিয়ার ছেলে মো. আসিফ পাশের বাড়ির বাসিন্দা ফিরোজ মিয়ার প্রতিবন্ধী শিশুকে (১৩) ধর্ষণ করে। ধর্ষণের ঘটনায় শিশুর মা বাদী হয়ে হোমনা থানায় আসিফকে আসামি করে একটি একটি মামলা দায়ের করেন।

পরে পুলিশ কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে শিশুরটির স্বাস্থ্য পরীক্ষা করায়।

র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত আসিফ জানায়, ঘটনার দিন (২৮ এপ্রিল) ওই শিশুর বাবা-মা নানার বাড়িতে বেড়াতে যায়। প্রতিবন্ধী ওই শিশু প্রতিবেশী আসিফদের বাড়িতে বেড়াতে যায়। এ সুযোগে আসিফ ওই শিশুকে ঘরে নিয়ে ধর্ষণ করে।

র‌্যাব-১১, সিপিসি-২ কুমিল্লার অধিনায়ক মেজর মো. আতাউর রহমান জানান, ধর্ষণের পর আসিফ পালিয়ে যায়। প্রথমে বি-বাড়িয়ার বাঞ্ছারামপুরে নানার বাড়ি, পরে ঢাকার বনানীতে খালুর বাসায় এবং সর্বশেষ কুমিল্লা চান্দিনায় দাদির বাড়িতে যায়। ১৯ মে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিসি-২ অভিযান চালিয়ে আসামিকে কুমিল্লার বরুড়ার রামমোহন বাজার থেকে গ্রেফতার করে।

প্রেস ব্রিফিংকালে উপস্থিত ছিলেন র‌্যাব-১১, সিপিসি-২ কুমিল্লার ডিএডি ফরিদ, শরিফুল, সায়েকুল, আমজাদ, আমিন, রবিউল, সার্জেন্ট মাসুদ, সামীম ও এসআই নুরুল।