‘মাদকের আখড়া’ বরিশাল কলোনিতে পুলিশের অভিযান

উচ্ছেদচট্টগ্রাম নগরীতে মাদকের আখড়াখ্যাত বরিশাল কলোনিতে ভিযান চালিয়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে পুলিশ। বুধবার (২৩ মে) সকাল সাড়ে ১০টায় সেখানে অভিযান শুরু করে সদরঘাট থানা পুলিশ।
নগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (দক্ষিণ) আব্দুর রউফ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘মাদকের আস্তানাখ্যাত বরিশাল কলোনির যেসব স্থানে অবৈধ স্থাপনা তৈরি করে মাদক বেচাকেনা চলতো ওইসব স্থাপনায় আমরা অভিযান চালিয়ে ভেঙে দিচ্ছি। এখন থেকে বরিশাল কলোনিতে যেকোনও মূল্যে মাদক প্রতিহত করা হবে।’
বরিশাল কলোনির যেসব স্থানে মাদক বেচাকেনা হয়, সেগুলো স্থানীয়দের কাছে গিরা নামে পরিচিত। দুপুর ১২টার দিকে বরিশাল কলোনিতে গিয়ে দেখা যায়, পুলিশ কলোনির শেষ দিকে থাকা হালিমের গিরা ভেঙে দিয়েছেন। আশপাশের আরও যেসব অবৈধ স্থাপনা আছে সেগুলো ভেঙে দেওয়া হবে বলে জানিয়েছেন সদরঘাট থানার ওসি নিজাম উদ্দিন।
তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘অবৈধ স্থাপনা গুড়িয়ে দেওয়ার পাশাপাশি যারা ওইসব স্থাপনায় ভাড়া থাকছেন তাদেরকে ঈদের পরপরই এই এলাকা থেকে অন্য কোথাও চলে যাওয়ার নির্দেশ দিয়েছি। এখন থেকে প্রতিদিন বরিশাল কলোনিতে পুলিশের একটি টহল দল সবসময় পর্যবেক্ষণে রাখবেন।’
প্রসঙ্গত, এর আগে গত ১৭ মে বরিশাল কলোনিতে র্যা বের সঙ্গে বন্ধুকযুদ্ধে দুই মাদক ব্যবসায়ী নিহত হয়। নিহত দুই মাদক ব্যবসায়ী হলো- হাবিবুর রহমান ওরফে মোটা হাবিব ও মোশারফ হোসেন ওরফে মুসা।