বরকামতা ইউনিয়ন আওয়ামী লীগ অফিসে হামলা ও ভাঙচুর

কুমিল্লার দেবিদ্বার উপজেলার বরকামতা ইউনিয়ন আওয়ামী লীগ অফিসে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। বুধবার ইফতারের সময় হওয়া ওই হামলায় ৫ জন আহত হয়েছে। হামলাকারীদের মাদক ব্যবসায়ী আখ্যায়িত করেছেন ভুক্তভোগীরা।কুমিল্লা

ইউনিয়ন আওয়ামী লীগ সেক্রেটারি সফিকুল ইসলাম জানান, বরকামতা ইউনিয়ন আওয়ামী লীগ অফিসে ইফতারের আয়োজন করছিল নেতাকর্মীরা। এসময় স্থানীয় দুষ্কৃতকারী লিটন সরকার ও যাদব রায়ের নেতৃত্বে ২০/২৫ জন এসে অফিসে হামলা চালায়। তারা অফিসের আসবাবপত্রসহ বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ভাঙচুর করে। হামলায় গুরুতর আহত হয় জেলা ছাত্রলীগ নেতা মাহবুবুল আলম, বাচন মিয়া ও আল আমিন। তিনি দাবি করেন, মাদক ব্যবসাসহ বিভিন্ন অপকর্মে বাধা দেওয়ায় লিটন সরকার ওই হামলা চালিয়েছে। এ বিষয়ে স্থানীয় থানাকে অবহিত করার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। 

অভিযোগের বিষয়ে লিটন সরকারের বক্তব্য জানার চেষ্টা করার হলেও মোবাইল ফোনে তাকে পাওয়া যায়নি। দেবিদ্বার থানার ওসি মিজানুর রহমান বলেছেন, ‘বরকামতা এলাকায় গন্ডগোলের কথা শুনেছি। এ বিষয়ে খোঁজ নিয়ে বিস্তারিত বলতে পারব।’