বাকলিয়ায় ছুরিকাঘাতে জসিমকে হত্যার ঘটনায় গ্রেফতার ৫

গ্রেফতারের প্রতীকী ছবিপাওনা টাকা নিয়ে বিরোধের জের ধরে চট্টগ্রাম নগরীর তক্তারপুল এলাকায় ছুরিকাঘাতে জসিম উদ্দিন (২২) নামে এক যুবক হত্যার ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলাবার রাত থেকে বুধবার দুপুর পর্যন্ত নগরীর বিভিন্ন এলাকা ও কুমিল্লার মুরাদপুরে অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেফতার করে।
বাকলিয়া থানার ওসি প্রণব চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতাররা হত্যাকাণ্ডের বিষয়টি স্বীকার করেছে বলে তিনি জানান।
গ্রেফতার পাঁচজন হলেন- মোবারক (১৮), রাজু (২৩), রনি (২৩), নুরু (১৯) ও বাদশা (১৯)।
প্রণব চৌধুরী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘গ্রেফতার পাঁচজন জসিম হত্যা মামলার এজহারভুক্ত আসামি। মঙ্গলবার রাত থেকে বুধবার দুপুর পর্যন্ত কুমিল্লা ও চট্টগ্রামের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আমরা তদের গ্রেফতার করেছি।’
প্রসঙ্গত, গত সোমবার (১৮ জুন) রাতে নগরীর বাকলিয়া থানাধীন ময়দার মিল এলাকায় আব্দুল গণি বাইলেইনে ছুরিকাঘাতে আহত করা হয় জসিম উদ্দিনকে। পরে উদ্ধার করে তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর পুলিশ জানিয়েছিল, মোবারক নামে জসিমের এক বন্ধুর সঙ্গে পাওনা টাকা নিয়ে তার কথা কাটাকাটি হয়। ওই ঘটনার জের ধরে মোবারক তার বন্ধুদের নিয়ে জসিমকে ছুরিকাঘাত করে। মোবারক হকার্স মার্কেটের একটি শার্টের দোকানে কাজ করতেন। আর জসিম টেইলারিং কাজ করতেন।