নোয়াখালীর সোনাপুরে দুই বাস কাউন্টারকে জরিমানা

ভ্রাম্যমাণ আদালতের অভিযাননোয়াখালী সদর উপজেলার সোনাপুরে অতিরিক্ত বাস ভাড়া আদায়ের অভিযোগে দুই বাস কাউন্টারকে ৬৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। নোয়াখালী জেলা প্রশাসক মো. মাহবুব আলম তালুকদারের নির্দেশে শুক্রবার (২২ জুন) সোনাপুর এলাকায় বিভিন্ন বাস কাউন্টারে অভিযান পরিচালনা করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহসিয়া তাবাসসুম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহসিয়া তাবাসসুম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪০ ধারা অনুযায়ী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি মূল্যে টিকিট বিক্রি করায় হিমাচল বাস কাউন্টারকে ৩০ হাজার ও একুশে বাস কাউন্টারকে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ঈদে যাত্রী হয়রানি বন্ধে নোয়াখালী জেলার অন্য কাউন্টার গুলোতেও ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম অব্যাহত থাকবে।’

হিমাচল বাস কাউন্টারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানঅভিযানের সময় নোয়াখালী বিআরটিএ’র পরিদর্শক ও সুধারাম থানা পুলিশ সহযোগিতা করে।