টেকনাফে অস্ত্র ও গুলি উদ্ধার

কক্সবাজার

কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহার ছড়া এলাকায় রবিবার ভোরে অভিযান চালিয়ে তিনটি গুলিসহ দুইটি বন্দুক উদ্ধার করেছে বাংলাদেশ কোস্টগার্ডের সদস্যরা। অন্যদিকে নাইট্যং পাড়া ঝর্ণার খাল এলাকা থেকে ৬৭০ ক্যান বিদেশি বিয়ার জব্দ করা হয়েছে।

বাংলাদেশ কোস্টগার্ডের উপ-পরিচালক (গোয়েন্দা) কমান্ডার বিএন এম আবু সাঈদ বলেন,‘২৪ জুন ভোরে বাংলাদেশ কোস্ট গার্ড বাহিনী পূর্বজোনের অধিনে সিজি আউটপোস্ট বাহারছড়া একটি বিশেষ অভিযান পরিচালনা করে। ওই অভিযান চালিয়ে বাহারছড়া এলাকার একটি পাহাড় ও জঙ্গলের ভেতর থেকে ১টি দেশীয় একনলা বন্দুক, ১টি শর্টগান ও ৩টি তাজা গুলি উদ্ধার করা হয়। সেখানে অবস্থানরত ডাকাত দল কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। তাই কোনও ডাকাত সদস্যকে আটক করা সম্ভব হয়নি।

অপরদিকে রবিবার সকালে টেকনাফের নাইট্যং পাড়া ঝর্ণার ব্রিজ খাল এলাকা থেকে পরিত্যাক্ত অবস্থায় ৬৭০ ক্যান আন্দামান গোল্ড বিয়ার জব্দ করা হয়। জব্দকৃত বিয়ারের আনুমানিক বাজার মূল্য ৩ লাখ ৩৫ হাজার টাকা বলে জানা যায়। ওই অভিযানে কোনো পাচারকারীকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধারকৃত অস্ত্র গোলাবারুদ ও বিয়ার টেকনাফ থানায় হস্তান্ত করা হবে।