চঞ্চুমনি চাকমার ওপর হামলা: চার জনের জামিন নামঞ্জুর

খাগড়াছড়িখাগড়াছড়ি সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান চঞ্চুমনি চাকমার ওপর হামলার সঙ্গে জড়িত সন্দেহে আটক চার জনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয়েছে। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আবু সুফিয়ান মো. নোমানের আদালতে শনিবার (১৪ জুলাই) বিকালে তাদের হাজির করা হয়। আদালত তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।  

খাগড়াছড়ি সদর থানার ওসি সাহাদাত হোসেন টিটো বলেন, ‘সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান চঞ্চুমনি চাকমার ওপর হামলার ঘটনায় তাদের পক্ষ থেকে কোনও মামলা হয়নি। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে আটক চার যুবককে ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। শুক্রবার বিকালে তাদের আটক করা হয়।’

আটকরা হলো- খাগড়াছড়ি সদরের তেতুলতলা এলাকার রিমাত চাকমা, কক্সবাজার সদরের আনন্দনগর এলাকর চিংকু রাখাইন, টিউমি রাখাইন ও জোজো রাখাইন।

উল্লেখ্য, শুক্রবার (১৩ জুলাই) দুপুরে খাগড়াছড়ি প্রেসক্লাবের সামনের সড়কে সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত হয় সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান চঞ্চুমনি চাকমা। তাকে অপহরণ চেষ্টায় ব্যর্থ হয়ে সন্ত্রাসীরা তার ওপর হামলা চালায়। চঞ্চুমনি চাকমা ইউপিডিএফ সমর্থিত হওয়ায় প্রতিপক্ষ জনসংহতি সমিতি ও ইউপিডিএফ গণতান্ত্রিকের লোকজন তার ওপর হামলা চালাতে পারে বলে ধারণা ইউপিডিএফ ও আইনশৃঙ্খলা বাহিনীর।