চাঁদপুরে স্ত্রী হত্যার দায়ে এরশাদ উল্ল্যার মৃত্যুদণ্ড

স্ত্রী হত্যার দায়ে মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি এরশাদ ও জাবজ্জীবন সাজপ্রাপ্ত তার চাচা

চাঁদপুরের কচুয়ায় স্ত্রী শাহীনুর বেগমকে হত্যার দায়ে স্বামী এরশাদ উল্ল্যাহকে (৩৮) মৃত্যুদণ্ড ও অপর একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। মঙ্গলবার দুপুর দুইটার দিকে দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ জুলফিকার আলী খান এ রায় দেন। সাজাপ্রাপ্ত অপর আসামি এরাশদ উল্লাহর চাচা আবু তাহের মুন্সি।

মামলার এজাহার ও পারিবারিক সূত্রে জানা যায়, ২০১৫ সালের ২৬ জানুয়ারি কচুয়া উপজেলার ৯নং কড়ইয়া ইউনিয়নের সাদিপুরা গ্রামের এরশাদ উল্লাহ সঙ্গে শাহীনুর বেগমের পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের ৩২দিন পর ২৮ ফেব্রুয়ারি দুপুরে ঘরে শাহীনুরের লাশ পরে থাকতে দেখে বাড়ির লোকজন তার বাবাকে খবর দেয়। তারা এসে এরশাদ উল্লাহর কাছে শাহীনুরের মৃত্যু কারণ জানতে চাইলে সে বিভিন্ন সময় বিভিন্ন কথা বলে। সে কখনো গলায় ফাঁস দিয়েছে কখনো বিষ খেয়েছে কখনো বা স্ট্রোক করেছে বলে জানায়। তার কথায় সন্দেহ হলে শাহীনুরের বাবা মো. শহীদ উল্লাহ মিয়াজী বিষয়টি কচুয়া থানায় জানান । পরে ১ মার্চ শহীদ উল্লাহ বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করে। মামলার তদন্তকারী কর্মকর্তা কচুয়া থানার উপ-পরিদর্শক মো. মোস্তফা চৌধুরী প্রাথমিক সত্যতা পেয়ে রিপোর্ট পেশ করেন। শুনানি শেষে ১৮ জন সাক্ষীর মধ্যে ১৪ জন সাক্ষীর জবানবন্দী ও যুক্তিতর্ক শেষে মঙ্গলবার দুপুরে বিচারক এ রায় দেন।

চাঁদপুর জজ কোর্টের পিপি আমান উল্লাহ জানিয়েছেন, সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে এরশাদ উল্লাহকে মৃত্যুদণ্ড এবং আবু তাহেরকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।