সুপারির খোসা থেকে ২৪ হাজার ইয়াবা জব্দ, তিন নারী আটক

সুপারির খোসার ভেতরে করে আনা ইয়াবাকুমিল্লায় সুপারির খোসার ভেতরে করে আনা প্রায় ২৪ হাজার ইয়াবা জব্দ করেছে পুলিশ। এ সময় তিন বেদে নারীকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি উপজেলার টোলপ্লাজা সংলগ্ন বলদাখাল এলাকায় হানিফ পরিবহনের একটি বাস থেকে তাদের আটক করা হয়।

আটক তিন নারী হলেন, মুন্সিগঞ্জ জেলার লৌহজং উপজেলার কোরহাটি ইউনিয়নের খড়িয়া এলাকার সোহেলের স্ত্রী সোনিয়া (৩০), রাজিব মালের স্ত্রী রাজ ধুলালী (২৮) ও আশিকের স্ত্রী দিলরুবা।

দাউদকান্দি মডেল থানার পরিদর্শক (তদন্ত) নুরুল ইসলাম মজুমদার জানান, হানিফ পরিবহনের বাসে (ঢাকা মেট্রো গ-১৪-৭৮০০) তল্লাশি চালানোর সময় ওই তিন নারীকে সন্দেহ হয়। পরে তাদের জিজ্ঞাসাবাদে এবং সঙ্গে থাকা তিনটি ব্যাগ তল্লাশি করে ইয়াবাগুলো জব্দ করা হয়। প্রত্যেক ব্যাগ তিনটি থেকে সাদা পলিথিনে করে ভিজা সুপারির খোসায় ভেতরে বিশেষভাবে রাখা ২৮ হাজার ইয়াবা জব্দ করা হয়। ২৪০টি সুপারির ভেতরে ১০০ পিস করে রাখা মোট ২৪ হাজার পিস ইয়াবার মূল্য প্রায় ৭২ লাখ টাকা। এ ব্যাপারে দাউদকান্দি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে।