কর্ণফুলী নদীতে পড়ে মাঝি নিখোঁজ

চট্টগ্রামফিশিং ভেসেল থেকে পড়ে কর্ণফুলী নদীতে এক মাঝি নিখোঁজ হয়েছেন। রবিবার (২২ জুলাই) দুপুর ১২টায় হাজী দৌলত আইন ফ্যাক্টরি জেটিতে অবস্থানরত এফবি শাহ বদর-১ জাহাজ থেকে তিনি নদীতে পড়ে যান। এরপর থেকে এখন পর্যন্ত তার কোনও সন্ধান পাওয়া যায়নি। কর্ণফুলী ব্রিজঘাট সাম্পান মাঝি কল্যাণ সমিতির সভাপতি জাফর আহমেদ এ তথ্য জানিয়েছেন।

নিখোঁজ সাম্পান মাঝির নাম মোহাম্মদ আলী (৩৯)। তিনি কর্ণফুলী থানাধীন চরপাথরঘাটা এলাকার মৃত জরিপ আলীর ছেলে।

জাফর আহমেদ বাংলা ট্রিবিউনকে বলেন, গ্যাসের একটি সিলিন্ডার ওপরে তোলার সময় মোহাম্মদ আলী নদীতে পড়ে যায়। এরপর থেকে তার আর কোনও সন্ধান পাওয়া যায়নি। আমরা সাম্পান নিয়ে নদীতে তাকে খুঁছছি। তবে ফায়ার সার্ভিসের লোকজন এখনও ঘটনাস্থলে আসেনি।

এ সম্পর্কে জানতে চাইলে ফায়ার সার্ভিস অ্যান্ড সিলিভ ডিফেন্স আগ্রাবাদ অফিসের সিনিয়র অফিসার কফিল উদ্দিন বাংলা ট্রিবিউনকে বলেন,‘এখন পর্যন্ত তারা এ ধরনের কোনও খবর পাননি। স্থানীয়দের কাছ থেকে খবর নিয়ে এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।’