চট্টগ্রামে যুবলীগকর্মী হত্যা মামলায় ২০ জনকে আসামি করে অভিযোগপত্র

 

চট্টগ্রামচট্টগ্রামে যুবলীগকর্মী মহিউদ্দিন হত্যা মামলায় স্থানীয় আওয়ামী লীগ নেতা হাজী ইকবালসহ ২০ জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করেছেন তদন্ত কর্মকর্তা। বরিবার (২২ জুলাই) বিকালে চট্টগ্রাম মহানগর আদালতের প্রসিকিউশন শাখায় অভিযোগপত্রটি জমা দেওয়া হয় বলে জানিয়েছেন নগর পুলিশের উপ কমিশনার ( প্রসিকিউশন) নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী।

তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, বিকালে তদন্ত কর্মকর্তা অভিযোগপত্রটি জমা দিয়েছেন। অভিযোগপত্রে হাজী ইকবালসহ ২০ জনকে আসামি করা হয়েছে।’

তবে অভিযোগপত্রের বিষয়ে বিস্তারিত কোনও তথ্য জানাতে পারেননি পুলিশের এই কর্মকর্তা।

এ বিষয়ে জানতে চাইলে মামলার তদন্ত কর্মকর্তা বন্দর থানার পরিদর্শক (তদন্ত) বিকাশ সরকার বলেন, ‘মামলায় করা অভিযোগ প্রমাণিত হওয়ায় ২০ জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হয়েছে। হাজী ইকবাল, তার ছেলে, মেয়ে জামাই এবং ভাইও এ মামলায় আসামি। তাদের উপস্থিতিতেই হত্যাকাণ্ডের যে অভিযোগ মামলায় করা হয়, তদন্তে আমরা তার প্রমাণ পেয়েছি।’

এর আগে গত ২৬ মার্চ নগরীর বন্দর থানাধীন মেহের আফজল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কক্ষে মহিউদ্দিনকে কুপিয়ে হত্যা করা হয়। দীর্ঘদিন ধরে হাজী ইকবালের সঙ্গে মহিউদ্দিনের রাজনৈতিক বিরোধ ছিল। ওই বিরোধের জের ধরে ওইদিন হাজী ইকবালসহ তার পরিবারের সদস্যরা মহিউদ্দিনকে কুপিয়ে হত্যা করে বলে অভিযোগ করেছেন মহিউদ্দিনের পরিবার। এ ঘটনায় হত্যাকাণ্ডের পরদিন নিহত মহিউদ্দিনের মা হাজী ইকবালসহ ১৭ জনকে আসামি করে হত্যা মামলা করেন।

বন্দর থানা পুলিশ জানিয়েছে, এই মামলার আসামিদের মধ্যে ৯ জন কারাগারে রয়েছেন। হাজী ইকবালসহ অপর আসামিরা পলাতক রয়েছেন।