টেকনাফে ১০ কোটি টাকা মূল্যের ইয়াবা উদ্ধার





উদ্ধার হওয়া ইয়াবা

কক্সবাজারের টেকনাফে দশ কোটি বিশ লাখ টাকা মূল্যের একটি ইয়াবার চালান উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। রবিবার (১২ আগস্ট) ভোররাতে টেকনাফ উপজেলার নাজিরপাড়া রহমান প্রজেক্ট সীমান্ত পয়েন্ট দিয়ে বাংলাদেশে প্রবেশের সময় এসব ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ইয়াবার চালানটিতে তিন লাখ চল্লিশ হাজার পিস ইয়াবা রয়েছে। টেকনাফ ২ বিজিবি অধিনায়ক লে. কর্নেল মো. আছাদুজ্জামান চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, নাজিরপাড়া রহমান প্রজেক্ট সীমান্ত পয়েন্ট প্রজেক্ট এলাকা দিয়ে একটি ইয়াবার চালান মিয়ানমার থেকে বাংলাদেশে প্রবেশ করে। ১০-১২ জনের একটি দলকে বস্তা নিয়ে আসতে দেখে বিজিবির সন্দেহ হওয়ায় চ্যালেঞ্জ করলে পাচারকারীরা দ্রুত পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে বস্তাটি উদ্ধার করে এতে তিন লাখ চল্লিশ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। যার আনুমানিক বাজার মূল্য দশ কোটি বিশ লাখ টাকা।
তিনি আরও জানান, উদ্ধারকৃত ইয়াবাগুলো ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে। এগুলো পরবর্তীতে ধ্বংস করা হবে।