টেকনাফে ১ কোটি টাকার ইয়াবা উদ্ধার

উদ্ধার করা ইয়াবাটেকনাফের হ্নীলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) অভিযান চালিয়ে মালিকবিহীন ৪২ হাজার ৬৫৩ পিস ইয়াবাসহ নৌকা উদ্ধার করেছে। উদ্ধার করা ইয়াবার আনুমানিক মূল্য ১ কোটি ২৮ লাখ টাকা। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। 

টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আছাদুদ জামান চৌধুরী জানান,শুক্রবার রাতে টেকনাফ ব্যাটালিয়নের অধীনস্থ হ্নীলা বিওপির নায়েক ছাবির উদ্দিন এর নেতৃত্বে একটি টহলদল হোয়াব্রাং পয়েন্টে টহলে যায়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে যে হোয়াব্রাং বরাবর নাফনদী দিয়ে ইয়াবার একটি চালান মিয়ানমার হয়ে বাংলাদেশে প্রবেশ করতে পারে। এ খবর পেয়ে বিজিবি অবস্থান নেয়। কিছুক্ষণ পর একজন লোক একটি বস্তা মাথায় করে বেড়িবাঁধ অতিক্রম করে আসা মাত্রই টহল দলের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টা করে। বিজিবি জওয়ানেরা তার পিছু ধাওয়া করলে বস্তাটি ফেলে মাঠ দিয়ে গ্রামে ঢুকে পড়ে। পরে টহলদল বস্তাটি  খুলে ইয়াবা পায়। জব্দকৃত  ইয়াবা ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে। পরবর্তীতে ঊর্ধ্বতন কর্মকর্তা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও মিডিয়া কর্মীদের উপস্থিতিতে ধ্বংস করা হবে। এছাড়া আটককৃত নৌকাটি সংশ্লিষ্ট কাস্টম অফিসে জমা রাখা হয়েছে।