ছাত্রলীগ নেতা সুদীপ্ত হত্যা মামলায় দুজন কারাগারে

 

চট্টগ্রামছাত্রলীগ নেতা সুদীপ্ত হত্যা মামলায় দুজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। সোমবার ( ১৭ সেপ্টেম্বর) মহানগর মুখ্য হাকিম ওসমান গণির আদালতে দুই আসামি আইনুল কাদের চৌধুরী নিপু ও জাহেদুর রহমান আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

নগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (প্রসিকিউশন) নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী এ তথ্য জানিয়েছেন।

নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আসামিরা উচ্চ আদালত থেকে ৬ সপ্তাহের জামিনে ছিলেন। মেয়াদ শেষে আজ মহানগর হাকিম আদালতে আত্মসমর্পণ করে পুনরায় জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

গত বছরের ৬ অক্টোবর সুদীপ্ত বিশ্বাসকে নগরীর দক্ষিণ নালাপাড়ার বাসা থেকে ডেকে নিয়ে পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় সুদীপ্তর বাবা বাবুল বিশ্বাস বাদী হয়ে অজ্ঞাত পরিচয় সাত থেকে আটজনকে আসামি করে মামলা করেন। প্রয়াত আওয়ামী লীগ নেতা এবিএম মহিউদ্দিনের অনুসারী হিসেবে পরিচিত। সুদীপ্ত নগর ছাত্রলীগ কমিটিতে সহ-সম্পাদকের দায়িত্বে ছিলেন।