বেদেপল্লিতে হামলার ঘটনায় তদন্ত কমিটি

নোয়াখালীতে বেদেপল্লিতে হামলা (ফাইল ফটো)নোয়াখালী সদরের এওজবালিয়া ইউনিয়নে বেদেপল্লির বাড়িঘরে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সোমবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে এই তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটির সদস্যদের আগামী ৩ থেকে ৭ কর্ম দিবসের মধ্যে জেলা প্রশাসক তন্ময় দাসের কাছে তদন্ত রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. কামাল হোসেনকে আহ্বায়ক, নোয়াখালী সদর উপজেলা পরিষদের নির্বাহী অফিসার আরিফুল ইসলাম সর্দার ও অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মো. শাহজাহান শেখকে সদস্য করে তদন্ত কমিটি গঠন করা হয়। আজ দুপুরে সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

পরিদর্শনকালে কমিটির সদস্যরা স্থানীয় ইউপি চেয়ারম্যান, এলাকাবাসী ও হামলায় ক্ষতিগ্রস্থ বেদেপল্লির লোকজনের সঙ্গে কথা বলেন এবং এসময় তারা ক্ষতিগ্রস্ত বাড়িঘর পরিদর্শন করেন।

উল্লেখ্য, গত ৭ সেপ্টেম্বর শুক্রবার বেদে পল্লির এক কিশোরী স্থানীয় একটি দোকানে আইসক্রিম কিনতে গেলে দোকানি তাকে অশালীন মন্তব্য করে। এনিয়ে বেদেদের সঙ্গে দোকানি ও স্থানীয় লোকজনের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে তাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় তারেক আজিজ (১৭) নামে এক কিশোর দোকানের গরম তেলের কড়াইয়ে পড়ে ঝলসে যায়। সে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তারেক আজিজের মৃত্যুর গুজবে গত সোমবার বেদেপল্লিতে এলাকাবাসী হামলা করে ব্যাপক ভাংচুর, লুটপাট ও বাড়িঘরে অগ্নিসংযোগ করে। এ ঘটনায় বেদেদের পক্ষে জাকের সর্দার বাদী হয়ে ২৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও কয়েকজনের বিরুদ্ধে এবং ঢাকা মেডিক্যালে চিকিৎসাধীন তারেক আজিজের বাবা দেলওয়ার হোসেন ১৩ জনের নাম উল্লেখসহ আরও অজ্ঞাত কয়েকজনের বিরুদ্ধে সুধারাম মডেল থানায় মামলা দায়ের করেন।