লক্ষ্মীপুরে এ্যানীর বাসভবনে ছাত্রলীগের হামলার অভিযোগ

চেয়ার ভাঙচুরবিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীর লক্ষ্মীপুর বাসভবনে হামলা হয়েছে। এসময় ১০টি মোটরসাইকেল, দরজা-জানালাসহ বেশ কয়েকটি চেয়ার ভাঙচুর করা হয়। বুধবার সন্ধ্যায় এ  ঘটনা ঘটেছে। ছাত্রলীগের বিরুদ্ধে হামালার অভিযোগ করেছেন বিএনপির নেতাকর্মীরা।

জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক নিজম উদ্দিন ভুইয়া বলেন, ‘জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নিশানের নেতৃত্বে এ  হামলা করা হয়েছে।’  হামলার নিন্দা জানিয়ে প্রশাসনের মাধ্যমে এর সুষ্ঠু বিচারের দাবি করেন তিনি।

বিএনপি নেতাকর্মীরা জানান, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীর লক্ষ্মীপুর বাসভবনে পৌরসভার ২ নম্বর ওয়ার্ড বিএনপির মতবিনিময় সভা চলছিল। এসময় জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জিয়াউল করিম নিশানের নেতৃত্বে শতাধিক নেতাকর্মী রামদা, রড ও লাঠি নিয়ে হামলা চালায়। এতে বাসভবনের সামনে থাকা ১০টি মোটরসাইকেল ও দরজা-জানালাসহ বেশ কয়েকটি চেয়ার ভাঙচুর করা হয়। তবে এতে কেউ আহত হয়নি। সভায় শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী ছিলেন না।

অভিযোগ অস্বীকার করে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জিয়াউল করিম নিশান বলেন, ‘বিএনপির অন্তর্কোন্দলের কারণে নিজেদের মধ্যে সংঘর্ষের ঘটনা শুনেছি। তবে রাজনৈতিক প্রতিহিংসার কারণে ছাত্রলীগ এ হামলার সঙ্গে জড়িত বলে অভিযোগ করছে বিএনপি। হামলার সঙ্গে ছাত্রলীগ জড়িত তার কোনও প্রমাণ দেখাতে পারবে না তারা।’