গ্রিন টি’র নাম করে আমদানি নতুন মাদক ‘খাট’ জব্দ

গ্রিনটি’র নাম করে আনা নতুন মাদক খাটের ব্যাপারে সংবাদ সম্মেলন করছেন কাস্টমস কমিশনার গ্রিন টি নাম দিয়ে আনা নতুন ধরনের মাদক নিউ সাইকোট্রপিক সাবসটেন্সেস (এনপিএস) বা খাটের দুটি চালান আটক করেছে কাস্টমস কর্মকর্তারা। ইথিওপিয়া থেকে এসব মাদক বাংলাদেশে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন কাস্টমস কমিশনার ড. একেএম নুরুজ্জামান। দুটি চালানে ২০৮ কেজি খাট রয়েছে বলে তিনি জানান।

খাট ক্যাথেলিন গ্রুপের একটি উদ্ভিজ পদার্থ। এটি ইয়াবার চেয়ে ভয়ঙ্কর মাদক।

একেএম নুরুজ্জামান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বৈদেশিক ডাক বিভাগের মাধ্যমে গত ৩০ আগস্ট খাটের চালান দুটি বাংলাদেশে পাঠানো হয়। গোপনে সংবাদ পেয়ে গত ৬ সেপ্টেম্বর আটকের পর পরীক্ষা করে দেখা যায় এসব চালানে গ্রিন টি’র পরিবর্তে খাট রয়েছে।’

গ্রিনটি’র নাম করে ১৩টি কার্টনে আনা নতুন মাদক খাট আটক করা হয়েছেতিনি আরও বলেন, ‘আলাদা দুটি পার্সেলে ১৩টি কার্টনে এসব খাট পাঠানো হয়। দুটি পার্সেলই একই সময়ে ইথিওপিয়া থেকে পাঠানো হয়েছে। এর একটি পার্সেল জিয়াদ মোহাম্মদ ও আরেকটি মো. ইফতেখার হোসেনের কাছে পাঠিয়েছে। ইফতেখার হোসেনের ঠিকানায় বাড়ি নম্বর ২৩, রোড-১, লেইন-৪, নিউ এ ব্লক, হালিশহর লেখা হয়। এই পার্সেলে ১০টি কার্টনে মোট ১৬০ কেজি খাট রয়েছে। অপর পার্সেলটি জেমিরা ট্রেডিং (পিএলসি) থেকে আরিফ এন্টারপ্রাইজের নামে পাঠানো হয়। প্রাপকের ঠিকানায় শান্তিধারা আবাসিক এলাকা, শান্তি কোম্পানি, ফেনী সদর, ফেনী লেখা হয়। এই পার্সেলে ৩টি কার্টনে ৪৮ কেজি খাট রয়েছে।’

একেএম নুরুজ্জামান বলেন, ‘চালান দুটি আটকের পর আমরা তদন্ত করে প্রাপকের কোনও সন্ধান পাইনি। যে ঠিকানায় এসব মাদক পাঠানো হয়েছে তার কোনও অস্তিত্ব মিলেনি। তবে কারা এ ঘটনার সঙ্গে জড়িত সেটি আমরা খতিয়ে দেখছি।