সীতাকুণ্ডে আওয়ামী লীগের পথসভা স্থগিত

চট্টগ্রাম

আগাম কোনও বার্তা ছাড়াই শেষ মুহূর্তে সীতাকুণ্ডের পথসভা বাতিল করেছে আওয়ামী লীগ। কেন্দ্রের নির্দেশে এ পথসভা বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ ছালাম।

তবে কি কারণে সীতাকুণ্ডের পথসভা স্থগিত করা হয়েছে এ বিষয়ে তিনি কোনও তথ্য দিতে পারেননি।

এম এ সালাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘কেন্দ্র থেকে সীতাকুণ্ডের পথসভা বাতিল করা হয়েছে। তবে সীতাকুণ্ড ছাড়া চট্টগ্রামের অন্য পথসভাগুলো নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হবে।’

এর আগে সকাল ৯টার দিকে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয় থেকে সড়কপথে এই সাংগঠনিক সফর শুরু হয়।

যাত্রাপথে ওবায়দুল কাদের কুমিল্লার ইলিয়টগঞ্জ, কুমিল্লা টাউনহল মাঠ, চৌদ্দগ্রাম ও ফেনীতে পথসভা করেন। এরপর বিকেলে সীতাকুণ্ডে পথসভা করার কথা ছিল।

স্থানীয় আওয়ামী লীগ নেতারা জানিয়েছেন,‘কেন্দ্রের ঘোষণা অনুযায়ী শনিবার বিকেল ৪টায় সীতাকুণ্ড হাই স্কুল মাঠে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।’

সীতাকুণ্ড উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাকের ভুঁইয়া বলেন, ‘পথ সভাকে ঘিরে আমরা সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছিলাম। কিন্তু হঠাৎ কেন্দ্র থেকে পথসভা বাতিল করা হয়। তবে কি কারণে সভা বাতিল করা হয়েছে সে বিষয়ে আমাদের কোনও কিছু জানানো হয়নি।

সীতাকুন্ড মডেল থানার ওসি দেলোয়ার হোসেন জানান, পথসভাকে ঘিরে পুলিশের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি ছিল। কিন্তু কিছুক্ষণ আগে মৌখিকভাবে শুনলাম অনুষ্ঠান স্থগিত। তবে কেউ আনুষ্ঠানিকভাবে এখনও কিছু জানায়নি।

প্রসঙ্গত, আওয়ামী লীগের এই বহরটি আজ রাতে চট্টগ্রাম সার্কিট হাউসে অবস্থান করবেন। এরপর ২৩ সেপ্টেম্বর (রবিবার) চট্টগ্রাম জেলার কর্ণফুলী থানা, লোহাগাড়া উপজেলা, কক্সবাজারের চকরিয়ায় বাসস্ট্যান্ড, রামু ঈদগাঁ মাঠে বিভিন্ন দলীয় কর্মসূচিতে অংশ নিবেন।