ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের দুটি ইউনিটে উৎপাদন বন্ধ

ব্রহ্মণবাড়িয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ-কিশোরগঞ্জ ১৩২ কেভি জাতীয় বিদ্যুৎ সঞ্চালন লাইনে ত্রুটি দেখা দেওয়ায় সকালে আশুগঞ্জ তাপ বিদ্যুৎকেন্দ্রের ৯টি ইউনিটের মধ্যে চারটি ইউনিট বন্ধ হয়ে যায়। এতে জাতীয় গ্রিডে অন্তত ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ হ্রাস পায়। তবে দুপুর নাগাদ দুটি ইউনিট চালু হওয়ায় বিদ্যুৎ সরবরাহ পর্যায়ক্রমে স্বাভাবিক হয়ে আসতে শুরু করে।

আশুগঞ্জ তাপ বিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. সাজ্জাদুর রহমান জানান, রবিবার সকালে বিকট শব্দে কেন্দ্রের ৯টি ইউনিটের মধ্যে ৪টি ইউনিটে উৎপাদন বন্ধ হয়ে যায়। পরে কারখানার নিজস্ব প্রকৌশলীরা চেষ্টা করে বন্ধ হওয়া চারটি ইউনিটের মধ্যে দুটি দুপুরের মধ্যে চালু করতে সক্ষম হন। তবে এখনও দুটি ইউনিট বন্ধ রয়েছে। সেগুলো চালু করার কাজ চলছে। সন্ধ্যার মধ্যে দুটি ইউনিট চালু করা যাবে। এই দুটি ইউনিট চালু হলে জাতীয় গ্রিডে পুনরায় ৩৫৫ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হবে।

তিনি আরও জানান, চাহিদা কম থাকায় ইউনিট বন্ধ হলেও বিদ্যুৎ সরবরাহে কোনও ঘাটতি হবে না। কিছুক্ষণের জন্যে বিদ্যুৎকেন্দ্রের আশপাশের এলাকায় বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হলেও এখন স্বাভাবিক রয়েছে।