চট্টগ্রামে প্রথম দিনে মনোনয়নপত্র নিলেন ১৪ জন

চট্টগ্রামএকাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে প্রথম দিনে আজ রবিবার (১১ নভেম্বর) চট্টগ্রামে মোট ১৪ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। জেলা কমিশন কার্যালয় থেকে চারজন, জেলা প্রশাসকের কার্যালয় থেকে আটজন, জেলা নির্বাচন অফিস থেকে তিনজন এবং বাঁশখালী উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় থেকে একজন মনোনয়নপত্র সংগ্রহ করেন। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর ফরহাদ শামীম এ তথ্য নিশ্চিত করেছেন।

তানভীর ফরহাদ শামীম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘চট্টগ্রামে মোট ১৪ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এরমধ্যে সাতজন স্বতন্ত্র প্রার্থী, দুজন আওয়ামী লীগের, তিনজন বিএনপির ও অপর দুজন বাংলাদেশ ইসলামী ঐক্যফ্রন্টের প্রার্থী।

মনোনয়নপত্র সংগ্রহকারীদের মধ্যে আওয়ামী লীগের প্রার্থীরা হলেন—নগর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আব্দুচ ছালাম। তিনি চট্টগ্রাম-৮ ও চট্টগ্রাম-৯ আসনের হয়ে মনোনয়ন নিয়েছেন। অপরজন হলেন নগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক ফরিদ মাহমুদ। তিনি চট্টগ্রাম-১০ আসনের হয়ে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

বিএনপির প্রার্থীরা হলেন—বিএনপির ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরী। তিনি চট্টগ্রাম-২ আসনে নির্বাচনের জন্য মনোনয়নপত্র নিয়েছেন। বিএনপির অপর দুই প্রার্থী সরওয়ার আলমগীর ও নুরুল মোস্তফা। এদের মধ্যে সরওয়ার আলমগীর চট্টগ্রাম-২ আসন থেকে এবং নুরুল মোস্তফা চট্টগ্রাম-৩ আসন থেকে নির্বাচনের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

বাংলাদেশ ইসলামী ঐক্যফ্রন্টের প্রার্থীরা হলেন এমএ মতিন ও আবুল বাশার মো. জয়নাল আবেদিন। এদের মধ্যে এমএ মতিন চট্টগ্রাম-১৩ এবং জয়নাল আবেদিন চট্টগ্রাম-১২ আসনে প্রার্থী হতে মনোনয়নপত্র নিয়েছেন।

অন্যদিকে স্বতন্ত্র সাত প্রার্থীর মধ্যে সাবিনা খাতুন চট্টগ্রাম-১০, মনিরুল ইসলাম চট্টগ্রাম-১, রেজাউল করিম চট্টগ্রাম-১, আবু তালেব হেলালী চট্টগ্রাম-১২, শাহজালাল চৌধুরী চট্টগ্রাম-১৫, আ ন ম শামসুল ইসলাম চট্টগ্রাম-১৫ এবং এমদাদুল হক চট্টগ্রাম-৮ আসন থেকে নির্বাচনের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।