অনুমোদিত মাত্রার বেশি গ্যাস ব্যবহার করায় ৬২ হাজার টাকা জরিমানা

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় আজ (১৪ নভেম্বর) অনুমোদিত মাত্রার চেয়ে বেশি গ্যাস ব্যবহার করার দায়ে সংশ্লিষ্টদের  ৬২,০০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহসিয়া তাবাসসুম । ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে বাখরাবাদ গ্যাস কোম্পানির নোয়াখালী অঞ্চলের ম্যানেজার ও বেগমগঞ্জ থানার পুলিশ সহযোগিতা করে।Mobile Court Pic-414.11.2018

মুহসিয়া তাবাসসুম জানিয়েছেন, অভিযোগের প্রেক্ষিতে ‘বাংলাদেশ গ্যাস আইন ২০১০’ এর ১২ (২) ধারা অনুযায়ী অনুমোদিত মাত্রার চেয়ে বেশি গ্যাস ব্যবহার করায় বেগমগঞ্জ বিসিক শিল্প এলাকার গ্লোব ফার্মাসিউটিক্যালসকে ৫০ হাজার টাকা, উপজেলার জমিদারহাট বাজারের আল মিল্লাত হোটেলকে ছয় হাজার টাকা এবং একই এলাকার মাহমুদ অটো মিলসকে ছয় হাজার টাকাসহ মোট ৬২ হাজার টাকা জরিমানা করা হয়েছে সংশ্লিষ্টদের।