ভোটের আগে অস্ত্র ও মাদকের বিরুদ্ধে জিরো ট্লারেন্স: আইজিপি

 

কক্সবাজারে আইজিপির সঙ্গে অন্যান্য পুলিশ সদস্যরাআসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে অবৈধ অস্ত্র ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছেন পুলিশের আইজি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। রবিবার (১৮ নভেম্বর) সকাল ১১টার দিকে কক্সবাজারে পুলিশ তদন্ত কেন্দ্রের উদ্বোধন শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি।






জাবেদ পাটোয়ারী বলেন, ‘কক্সবাজারসহ পুরো দেশ মাদকমুক্ত করা হবে। সে লক্ষ্যে ইতোমধ্যে কাজ শুরু হয়েছে। মাদকের প্রবেশমুখ দেশের সীমান্ত জেলা কক্সবাজারে জোরালো অভিযান অব্যাহত রয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাদক নির্মুলে জিরো ট্লারেন্স ঘোষণা করেছেন। আমিও নির্বাচনকে সামনে রেখে অবৈধ অস্ত্র ও মাদকের বিরুদ্ধে জিরো ট্লারেন্স ঘোষণা করছি। এছাড়াও বৈধ অস্ত্র বেআইনিভাবে ব্যবহার করা হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

চকরিয়া থানা ভবনের উদ্বোধন করেন আইজিপিআইজিপি জাবেদ পাটোয়ারী চকরিয়া থানায় পৌঁছালে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বখতিয়ার উদ্দিন চৌধুরীর নেতৃত্বে একদল পুলিশ তাকে অভিবাদন জানান। পরে আইজিপি ফিতা কেটে চকরিয়া থানা, উখিয়া সার্কেল ও তদন্ত কেন্দ্রের তিনটি নবনির্মিত ভবনের উদ্বোধন করেন এবং চকরিয়া থানার নতুন ভবন পরিদর্শন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—পুলিশের অতিরিক্ত আইজি মো. শফিকুল ইসলাম, কক্সবাজারের জেলা প্রশাসক মো. কামাল হোসেন প্রমুখ।