ফেনীতে জাপার মাসুদ উদ্দিন চেীধুরীকে প্রার্থী হিসেবে মেনে না নেওয়ার ঘোষণা স্থানীয় আ.লীগের

ফেনীতে জাপার মাসুদ উদ্দিন চেীধুরীকে প্রার্থী হিসেবে মেনে না নেওয়ার ঘোষণা স্থানীয় আ.লীগেরফেনী-৩ আসনে জাতীয় পার্টি থেকে লে. জে. (অব.) মাসুদ উদ্দিন আহমেদ চেীধুরীকে লাঙল প্রতীকের প্রার্থী হিসাবে মহাজোট চাপিয়ে দিলে তা মেনে নেওয়া হবে না বলে ঘোষণা দিয়েছেন স্থানীয় আওয়ামী লীগ , যুবলীগ ও ছাত্রলীগের নেতারা। বুধবার (২১ নভেম্বর) দুপুরে দাগনভূঞা উপজেলা সদরে স্থানীয় এলাকাবাসীর ব্যানারে অনুষ্টিত এক মানববন্ধন কর্মসূচিতে তারা এই দাবি তোলেন। নেতারা এসময় বলেন, আসনটির সাধারণ ভোটারদের দাবি একটাই, তা হলো– ‘লাঙল নয়, ভোট দিতে চাই নৌকায়’।

মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বেলাল হোসেন, প্রচার সম্পাদক জিয়া উদ্দিন মাসুদ, শ্রম বিষয়ক সম্পাদক নূরের চাপা পলাশ, জেলা যুবলীগের সদস্য নুরুল আফসার, উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক নুর নবী হীরু, আওয়ামী লীগ নেতা মোজাম্মেল হক মিন্টু, মোহম্মদ হোসেন সোহেল, স্থানীয় পৌর কাউন্সিলর মনিরুজ্জামান সবুজ।

মানবন্ধনে উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ বেলাল বলেন, ‘নবম জাতীয় সংসদ নির্বাচনে আসনটিতে মহাজোটের প্রার্থী আবুল বাসার নৌকার প্রতীক নিয়ে ৯৬ হাজার ভোট পান। অন্যদিকে দশম সংসদ নির্বাচনে লাঙল প্রতীক নিয়ে মহাজোট প্রার্থীর ভরাডুবি হয়। এখন সাধারণ ভোটারদের দাবি একটাই, তা হলো ‘লাঙল নয়, ভোট দিতে চাই নৌকায়।’

তিনি বলেন, ‘এবার নির্বাচনে ১/১১ সময়কার এমন এক ব্যক্তিকে মনোনয়ন দিয়েছে জাপা, তিনি এখন মহাজোটের প্রার্থী হতে তৎপর রয়েছেন। অথচ  এক-এগারোর সময় বর্তমান প্রধানমন্ত্রীর বিরুদ্ধে যেসব ব্যবস্থা নেওয়া হয়েছিল, তার জন্য কোনও দায় নেয়নি কুশীলব মাসুদ চৌধুরী গংরা। এমতবস্থায় এমন বির্তর্কিত ব্যাক্তিকে লাঙল প্রতীকের প্রার্থী হিসাবে মহাজোট মনোনয়ন দিলে তা নিশ্চিত ভরাডুবি হবে বলে আমরা আশঙ্কা করছি।’

আওয়ামী লীগ নেতা মোজাম্মেল হক মিন্টু তার বক্তব্যে বলেন, ‘আমরা দলের নেত্রী সাজেদা চৌধুরীর বক্তব্য থেকে জেনেছি, ১/১১ সময় লে. জে. মাসুদ উদ্দিন আহমেদ চেীধুরী গংরা আমাদের সভানেত্রী ও  প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মেরে ফেলতে চেয়েছিল। এমন নিষ্ঠুর প্রক্রিয়ার কথা আমাদের দলের নেতাকর্মীদের মনে এখনও রেখাপাত করছে। আমরা লাঙলের প্রতীক নিয়ে এমন দানব প্রার্থী চাই না। আমরা নৌকায় ভোট দিতে চাই। দলের জন্য ত্যাগী নেতাকে ভোট দিতে চাই। বিষয়টি প্রধানমন্ত্রী ও দলীয় নেতারা এই মুহূর্তে বিবেচনা করবেন আশা করি।’

উল্লেখ্য, ফেনী-৩ আসনে লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন আহমেদ চৌধুরী আসন্ন নির্বাচনে অংশ নিতে প্রথমে আওয়ামী লীগের মনোনয়ন পত্র কেনেন। এর কয়েকদিন পরে জাতীয় পার্টিতে যোগ দিয়ে তিনি দলীয় মনোনয়ন কিনে নির্বাচনে মহাজোটের প্রার্থী হতে এখন চেষ্ট চালাচ্ছেন।

এলাকায় আলোচনা চলছে, ফেনী-৩ আসনে মহাজোটের প্রার্থীকে মনোনয়ন দেওয়া হচ্ছে। আওয়ামী লীগ নেতারা মনে করেন, এই আসনে আওয়ামী লীগের জনসমর্থন বেশি। দশম জাতীয় সংসদ নির্বাচনে এই আসন থেকে মহাজোটের প্রার্থী মাত্র ৭ হাজার ভোট পেয়েছে। এর আগে নবম জাতীয় সংসদ নির্বাচনে মহাজোটের প্রার্থী আবুল বাসার ৯৬ হাজার ভোট পান।