ফেনী-১ আসনে নাগরিক ঐক্যের মনোনয়ন তালিকায় আওয়ামী লীগ নেতার নাম!

Tapon feniবিএনপির সঙ্গে জোটবদ্ধ নির্বাচনে নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না প্রার্থীদের যে তালিকা করেছেন সে তালিকায় ফেনী–১ আসনের জন্য একজন আওয়ামী লীগ  নেতার  নাম রয়েছে। এতে বিস্ময় প্রকাশ করেছেন ওই 'প্রার্থী' এবং সংশ্লিষ্ট রাজনীতিবিদরা। নাগরিক ঐক্যের ৩৫ মনোনীত প্রার্থীর তালিকায় ১৩ নম্বরে রয়েছেন ফেনী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি খায়রুল বশর মজুমদার তপনের নাম। তপন এর প্রতিবাদ জানিয়ে বলেছেন, তাকে নাগরিক ঐক্যের প্রার্থী তালিকায় রাখায় তিনি মান্নার বিরুদ্ধে লিগাল নোটিস পাঠিয়েছেন।
খায়রুল বশর মজুমদার তপন ২০১৪ সালে ওই আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছিলেন। পরে দলীয় সিদ্ধান্তে জাসদের শিরিন আক্তারের পক্ষে মনোনয়ন প্রত্যাহার করেন। এই বারের নির্বাচনেও আসনটিতে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন চেয়েছেন তপন। তবে আসনটিতে  শিরিন আক্তার ১৪ দলীয় জোটের মনোনয়ন পাচ্ছেন বলে জানা গেছে।
অন্যদিকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আসনটিতে তার অবর্তমানে আবদুল আউয়াল মিন্টু প্রার্থী হচ্ছেন বলে জানা গেছে। আসনাটিকে  বিএনপির দুর্গ হিসেবে দেখা হয়। সংশ্লিষ্টরা প্রশ্ন তুলেছেন, এতো আসন থাকতে মান্না খালেদা জিয়ার আসনটি কেন চাইলেন? তাও আবার একজন আওয়ামী লীগ নেতাকে!
এই ব্যাপারে খায়রুল বশর মজুমদার তপন বাংলাট্রিবিউনকে বলেছেন, ‘তালিকায় নাম দেখে আমি নিজেও অবাক হয়েছি। এই ব্যাপারে আমি নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্নার বিরুদ্ধে লিগাল নোটিশ পাঠিয়েছি।’