নির্বাচনের মাঠে ফাউল করলে জনগণ জবাব দেবে: আইনমন্ত্রী

আইনমন্ত্রীর নির্বাচনি প্রচারণাবর্তমান সরকারের প্রতি জনগণের আস্থা দেখে বিএনপি ভীত হয়ে গেছে বলে মন্তব্য করেছেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। মঙ্গলবার (১১ ডিসেম্বর) বেলা পৌনে ১১টার দিকে আখাউড়ায় আনুষ্ঠানিক গণসংযোগের সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। বিরোধী পক্ষকে হুঁশিয়ার করে দিয়ে তিনি বলেন, নির্বাচনের মাঠে ফাউল করলে জনগণ এর জবাব দেবে।

আইনমন্ত্রী বলেন, নির্বাচন বানচাল করার জন্যে তারা (বিরোধী পক্ষ) নানা অজুহাত খাড়া করানোর চেষ্টা করছে। সকলের কাছে আমার অনুরোধ, তাদের এই মিথ্যাচারে কেউ কান দেবেন না।

মন্ত্রী আরও বলেন, কেউ যদি বিশৃঙ্খলা ও বিঘ্ন সৃষ্টির চেষ্টা করে, তাহলে আইনশৃঙ্খলা বাহিনী সেই অপরাধ রোধে সর্বাত্মক চেষ্টা করবে।

নির্বাচনি প্রচারণার সময় আখাউড়া উপজেলা সদরের সড়ক বাজার, রাধানগর, দেবগ্রাম, নয়দিল, দরুইন, মোগড়া, মনিয়ন্দ এলাকার রাস্তার দুইপাশে দাঁড়িয়ে শত শত নারী-পুরুষ মন্ত্রীকে শুভেচ্ছা জানায়।

এ সময় মন্ত্রীর সঙ্গে ছিলেন আখাউড়া উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক অধ্যক্ষ জয়নাল আবেদীন, পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজল, আবুল কাসেম, সেলিম ভূইয়াসহ ছাত্রলীগ, যুবলীগের নেতাকর্মীরা।