জেএসএস’কে এবার আর ভোট ডাকাতির সুযোগ দেওয়া হবে না: দীপংকর তালুকদার

গণসংযোগে দীপংকর তালুকদার (ছবি– প্রতিনিধি)

গত নির্বাচনে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) অস্ত্রের মুখে ৫৩টি কেন্দ্রে ভোটারদের জিম্মি করে ভোট ডাকাতি করেছিল বলে অভিযোগ করেছেন ২৯৯ নং আসন রাঙামাটির আওয়ামী লীগের মনোনীত প্রার্থী দীপংকর তালুকদার। তিনি বলেছেন, ‘এবার আর ভোটারদের জিম্মি জেএসএস’কে ভোট ডাকাতির সুযোগ দেওয়া হবে না। উন্নয়নের স্বার্থে সবাইকে নৌকায় ভোট দেবে।’

মঙ্গলবার বাঘাইছড়ির বঙ্গতলী ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত এক পথসভায় তিনি একথা বলেন। এসময় তিনি করেঙ্গাতলী সেতু নির্মাণের প্রতিশ্রুতি দেন। বাঘাইছড়ির বঙ্গতলী ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি রনজিৎ দাশের সভাপতিত্বে সভায় রাঙামাটি জেলা আওয়ামী লীগের সভাপতি হাজী কামাল উদ্দিন, বাঘাইছড়ির বঙ্গতলী ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি নিকাশ দেসহ অনেকে বক্তব্য রাখেন।

দীপংকর তালুকদার বলেন, ‘সুষম উন্নয়নের নামে ভোটারদের ভোট হরণ করা হয়েছে। কিন্তু সুষম উন্নয়ন তো দূরের কথা, দুঃসময়েও তাদের পাওয়া যায়নি। বর্তমান সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে, পাহাড়ের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে আওয়ামী লীগ তথা নৌকা মার্কায় ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করুন।’