বিজিবির হামলা, চট্টগ্রামে কাস্টমস কর্মকর্তাদের কর্মবিরতি

Customs Photoতামাবিল স্থলবন্দরে কর্মরত কাস্টমস কর্মকর্তাদের ওপর বিজিবি সদস্যদের চালানো হামলার প্রতিবাদে চার ঘন্টার কর্মবিরতি পালন করেছেন চট্টগ্রাম কাস্টমস হাউজের কর্মকর্তারা। বুধবার (১২ ডিসেম্বর) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত এই কর্মসূচি পালন করা হয়। এসময় কর্মকর্তারা কাস্টমস হাউজের নিচে অবস্থান নেন। পরে একটি বিক্ষোভ কর্মসূচিরও আয়োজন করা হয়।

আগে গত ৭ ডিসেম্বর সিলেট ভ্যাট কমিশনারেটের অধীনস্ত তামাবিল শুল্ক স্টেশনে ভারত থেকে আসা তিন শিক্ষার্থীকে তল্লাশি করা নিয়ে বিজিবির সদস্যদের সঙ্গে কাস্টমস কর্মকর্তাদের কথাকাটাকাটি হয়। পরে এর জের ধরে ওই দিন সন্ধ্যায় সেখানে বিজিবি সদস্যদের সাথে কাস্টমস কর্মকর্তা-কর্মচারীদের সংঘর্ষ হয়। এতে পাঁচজন কাস্টমস কর্মকর্তা-কর্মচারী আহত হন।

কাস্টমস হাউজ সূত্র জানিয়েছে, চট্টগ্রাম-কুমিল্লা-সিলেট কাস্টমস এক্সাইজ ও ভ্যাট অফিসার্স এক্সিকিউটিভ এসোসিয়েশন হামলার প্রতিবাদে কর্মসূচির ডাক দেয়। এসোসিয়েশনের ঘোষণা অনুযায়ী বুধবার সকাল নয়টায় অফিস শুরুর পরপরই কাস্টমস কর্মকর্তারা ভবনের নিচ তলায় নেমে আসেন। দুপুর ১টা পর্যন্ত সেখানে তারা কর্মবিরতি কর্মসূচি পালন করেন। দুপুর সোয়া একটার দিকে বিক্ষোভ সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচি সমাপ্তি টানা হয়।

সংগঠনটির সভাপতি আমজাদ হোসেন হাজারী ও সাধারণ সম্পাদক মোর্শেদ শামীমসহ কাস্টমস কর্মকর্তারা বক্তব্য রাখেন। তারা তামাবিলের ঘটনাকে ন্যাক্কারজনক অভিহিত করে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে জড়িতদের বিরুদ্ধে দ্রুত শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানান।