হামলা ও মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ

কক্সবাজারে বিএনপি প্রার্থীর সংবাদ সম্মেলনহামলার পর উল্টো বিএনপি নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ করেছেন কক্সবাজার-৩ (সদর রামু) আসনে বিএনপির সংসদ সদস্য প্রার্থী লুৎফুর রহমান কাজল। তিনি অভিযোগ করেন, ‘আওয়ামী লীগের প্রার্থী সাইমুম সরওয়ার কমল ভোটারদের কাছে ভোট চাইতে যাচ্ছেন না। তিনি ভোটারদের হুমকি, মারধর করা শুরু করেছেন। প্রতিনিয়ত বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা করা হচ্ছে। তারপর মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছেন।’

বৃহস্পতিবার (১৩ ডিসেম্বর) দুপুরে কক্সবাজার জেলা বিএনপি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন বিএনপির প্রার্থী লুৎফুর রহমান কাজল।

লুৎফুর রহমান কাজল বলেন, ‘১০ ডিসেম্বর থেকে রামুর পৃথক পাঁচটি স্থানে ধানের শীষ প্রতীকের পক্ষের নেতাকর্মীদের ওপর হামলা হয়েছে। এতে ৩৫ জন আহত হয়েছেন। হামলার প্রতিটি ঘটনায় এমপি কমল উপস্থিত ছিলেন। হামলার পর উল্টো মামলা করে হয়রানিও করা হচ্ছে।’

লুৎফুর রহমান কাজল আরও বলেন, ‘বিএনপিকে নির্বাচন থেকে সরিয়ে দেওয়ার জন্য ধারাবাহিক এই হামলা ও মামলা। তবে, এতে বিএনপির মনোবল ভাঙা যাবে না। ৩০ তারিখ পর্যন্ত বিএনপি মাঠে থাকবে।’

এ সময় কক্সবাজার পৌর বিএনপির সভাপতি রফিকুল হুদা চৌধুরী, সাধারণ সম্পাদক রাশেদ মো. আলীসহ সংবাদ সম্মেলনে বিএনপির নেতারা উপস্থিত ছিলেন।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে সাইমুম সরওয়ার কমলের মিডিয়া সেলের প্রধান নীতিশ বড়ুয়া বলেন, ‘বিএনপির অভিযোগগুলো মিথ্যা। বরং বুধবার (১২ ডিসেম্বর) রামুর চৌমুহনী এলাকায় তারাই আমাদের ওপর হামলা করেছে। এ ব্যাপারে রামু থানায় মামলা দায়ের করা হয়েছে।’