ইয়াবা ব্যবসায়ীদের আত্মসমর্পণের আহ্বান বদির

কথা বলছেন আবদুর রহমান বদি (ছবি– প্রতিনিধি)

ইয়াবা ব্যবসায়ীদের আত্মসমর্পণের আহ্বান জানিয়েছেন কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদি। শুক্রবার (১১ জানুয়ারি) বিকালে টেকনাফ চৌধুরী পাড়ার বাসভবনে নব-নির্বাচিত সংসদ সদস্য ও আবদুর রহমান বদির স্ত্রী শাহীন আক্তারের সঙ্গে দলীয় নেতাকর্মীরা দেখা করতে আসেন। এসময় সেখানে উপস্থিত আবদুর রহমান বদি এ আহ্বান জানান।

ইয়াবা ব্যবসায়ীদের উদ্দেশে আবদুর রহমান বদি বলেন, ‘মা-বাবা, স্ত্রী-সন্তানদের কথা চিন্তা করে আপনারা আত্মসমর্পণের জন্য প্রস্তুত থাকুন। টেকনাফের ইয়াবার বদনাম ঘুচাতে হবে।’

তিনি আরও বলেন, ‘স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত এবং তালিকার বাইরে যেসব ইয়াবা ব্যবসায়ী রয়েছেন, সবাই আত্মসমর্পণ করুন। না হয়, ইয়াবার কারণে কারও মা-বাবা সন্তানহারা হবে, আবার কারও স্ত্রী স্বামী হারা হবে। ইয়াবা টেকনাফবাসীর অভিশাপ।’

নব-নির্বাচিত সংসদ সদস্য শাহিন আক্তার বলেন, ‘টেকনাফের বদনাম ঘুচাতে সবাইকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে।’ নিজ নির্বাচনি এলাকার অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করার প্রতিশ্রুতিও দেন তিনি।

এসময় টেকনাফ উপজেলা চেয়ারম্যান জাফর আহমদ, ভাইস চেয়ারম্যান মো. রফিক উদ্দিন, ইউপি চেয়ারম্যান মো. আজিজ উদ্দিন, আওয়ামী লীগ নেতা সোনা আলীসহ দলটির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।