রাঙামাটিতে আগুনে অর্ধশতাধিক ঘর পুড়ে ছাই

রাঙামাটিতে অগ্নিকাণ্ডরাঙামাটি শহরের রিজার্ভ বাজার মসজিদ কলোনিতে অগ্নিকাণ্ডে অর্ধশতাধিক কাঁচা ঘর পুড়ে ছাই হয়ে গেছে। রবিবার (১৩ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে চুলার আগুন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। আগুন প্রায় আড়াই ঘণ্টা স্থায়ী ছিল। রাঙামাটি ফায়ার সার্ভিসের চারটি এবং কাউখালী ও কাপ্তাইয়ের আরও দুটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এছাড়া পুলিশ ও সেনাবাহিনী সদস্যরা আগুন নেভানোর কাজে অংশ নেয়।

পুড়ে যাওয়া ঘরবাড়ি

রাঙামাটি ফায়ার সার্ভিসের উপ-পরিচালক দিদারুল আলম বলেন, ‘আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণের জন্য কাজ শুরু করি। ৬টি ইউনিট আড়াই ঘণ্টা চেষ্টার পরে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। তবে এখনও পর্যন্ত আগুনের সূত্রপাত এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।’

FB_IMG_1547355984455রাঙামাটি জেলা প্রশাসক একেএম মামুনুর রশিদ দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন।