প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ, তিন ব্যাংক কর্মকর্তা গ্রেফতার

গ্রেফতার

প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে পূবালী ব্যাংক চকবাজার শাখার তিন কর্মকর্তাকে আটক করে থানায় সোপর্দ করেছে কর্তৃপক্ষ। সোমবার (১৪ জানুয়ারি) দুপুরে চকবাজার থানা পুলিশের হাতে তাদের তুলে দেন পূবালী ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক মো. মঞ্জুরুল ইসলাম।

চকবাজার থানার ওসি নিজাম উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।  

আটক তিন জন হলেন, ব্যাংকের চকবাজার শাখার ব্যবস্থাপক এনামুল করিম চৌধুরী (৪২), জুনিয়র অফিসার ইকরামুল রেজা রেজভী (৩৪) এবং অফিসার (কম্পিউটার) চন্দন দে (৩৩)।

নিজাম উদ্দিন বাংলা ট্রিবিউনকে বলেন, আটক তিন কর্মকর্তাসহ সাতজন পরস্পর যোগসাজসে প্রতারণার মাধ্যমে ১২ কোটি ৮৫ লাখ ৫০ হাজার টাকা আত্মসাত করেছে। এ ঘটনায় পূবালী ব্যাংকের মহাব্যবস্থাপক মো. মঞ্জুরুল ইসলাম বাদী হয়ে ওই ৭ জনের বিরুদ্ধে মামলা করেন। ওই সাতজনের মধ্যে তিনজনকে আজ আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে। তাদের তিনজনকে অর্থ আত্মসাতের  অভিযোগে দায়ের করা মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।